মুম্বই, ১৬ ডিসেম্বর: সৈকতে বসে ছবি শেয়ার করায় এবার কটাক্ষের মুখে পড়তে হল সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) দিদি শ্বেতা সিং কীর্তিকে (Shweta Singh Kirti )। সমুদ্র সৈকতে বসে নিজের শরীর প্রদর্শন না করে, ছবি শেয়ার না করে সুশান্তের জন্য লড়ুন দয়া করে। এমন ভাষাতেই সুশান্তের দিদি শ্বেতাকে আক্রমণ করা হল নেটিজেনদের একাংশের তরফে। শ্বেতা সিং যাতে সুশান্তের জন্য লড়াই চালিয়ে যান, সে বিষয়ে বার বার অনুরোধ করা হয় এসএসআর-এর অনুরাগীদের তরফে। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় জোরদার আলোচনা। দেখুন...
View this post on Instagram
১৪ ডিসেম্বর বন্ধু ভিকি জৈনের (Vicky Jain) সঙ্গে গাঁটছড়া বাঁধেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখন্ডে (Ankita Lokhande) । বিয়ের পর অঙ্কিতাকে শুভেচ্ছা জানান শ্বেতা। অঙ্কিতার ভবিষ্যত যাতে সুন্দর হয় সে বিষয়ে প্রার্থনা জানান শ্বেতা সিং কীর্তি।
আরও পড়ুন: Sheena Bora Murder: কাশ্মীরে রয়েছেন জীবিতে শীনা বরা, ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের দাবি ঘিরে চাঞ্চল্য
২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের দেহ। সুশান্তের মৃত্যুর কারণ নিয়ে প্রায় তোলপাড় হয়ে যায় গোটা দেশ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কীভাবে হল, তা খতিয়ে দেখতে মাঠে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যার জেরে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিক চক্রবর্তীকেও গ্রেফতার করা হয়। যদিও রিয়া এবং সৌভিক দুজনেই বর্তমানে জামিনে মুক্ত। রিয়া, সৌভিকের গ্রেফতারি এবং তাঁদের জামিনের পরও সুশান্তের মৃত্যুর সঙ্গে তাঁদের যোগসূত্রের প্রমাণ মেলেনি এখনও। কীভাবে সুশান্তের মৃত্যু হয়, তার কারণ এখনও অধরা।