পরিবারের লিখিত সম্মতি ছাড়া প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) সম্পর্কে কোনও সিনেমা, সিরিয়াল, বই প্রকাশ করা যাবে না। আজ সুশান্ত সিং রাজপুতের পরিবারের আইনজীবী বিকাশ সিং (Vikas Singh) একথা বলেছেন। আজ এক সাংবাদিক বৈঠকে আইনজীবী বলেন, "সুশান্ত সিং রাজপুতের বোনেরা সিদ্ধান্ত নিয়েছেন যে তাঁদের বাবা কে কে সিংয়ের লিখিত সম্মতি ছাড়া এবং চিত্রনাট্য না দেখিয়ে কোনও সিনেমা / সিরিয়াল / বই লেখা / তৈরি করা উচিত নয়। যদি কেউ এর বিরুদ্ধে যায় তবে তারা নিজেরাই বিপদে পড়বে।"
আইনজীবী বিকাশ সিংয়ের আরও অভিযোগ যে মুম্বই পুলিশ সুশান্তের পরিবারের সদস্যদের মারাঠি ভাষায় লিখিত বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করেছে। তিনি আরও জানান যে প্রয়াত অভিনেতার কোনও বীমা নেই। তাই বীমার টাকার কারণেই পরিবারের পক্ষ থেকে 'খুনের' তত্ত্ব তোলা হচ্ছে এই অভিযোগের চেষ্টা মানহানিকর। তিনি বলেন, "সুশান্তের তিন বোন এবং তাঁর বাবা নেতিবাচক, মিথ্যা প্রচারণায় বেদনা পেয়েছেন। এগুলি মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। এফআইআর-এ যা বলা হয়েছে তা সত্ত্বেও, বলা হচ্ছে যে সুশান্তের হতাশা সম্পর্কে পরিবার জানত এবং এটি লুকিয়ে রেখেছিল।" আরও পড়ুন: Swastik Sanket Bengali New Movie: স্বস্তিক সংকেত, টলিউডে নতুন গল্পের নতুন জুটি গৌরব-নুসরত
আইনজীবী স্পষ্ট করে বলেছেন যে সুশান্ত সিং রাজপুতের চিকিৎসার কোনও প্রেসক্রিপশন পরিবারের সদস্যদের দেননি রিয়া চক্রবর্তী। তাঁর দাবি, রিয়া চক্রবর্তী জীবনে চলে আসার পর থেকেই সুশান্তের সমস্যা শুরু হয়েছিল।