সুশান্তের ঘনিষ্ট বন্ধু মহেশ শেট্টি (Photo Credits: Instagram)

সকলের হৃদয় খালি করে চলে গেলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। ১৪ জুন নিজের বান্দ্রার (Bandra) আবাসনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা (Suicide) করেন তিনি। ময়নাতদন্ত রিপোর্ট থেকে তাঁর নিশ্চিত আত্মহত্যার খবর জানানো হয়। আত্মহত্যার কারণ খতিয়ে দেখতে সুশান্তের ঘনিষ্ট বন্ধু মহেশ শেট্টিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।

'পবিত্র রিস্তা'-র সহঅভিনেতা ও বন্ধু মহেশ জানিয়েছে, কয়েক মাস ধরে ডিপ্রেশনে ভুগছিলেন সুশান্ত। সম্প্রতি ওষুধ খাওয়া বন্ধ করে দেন। তাঁর ব্যবহারও বদলে গিয়েছিল। ৫ দিন আগে বোনের সঙ্গে ফোনে কথা হয়। শরীর ভালো নেই বলে জানিয়েছিলেন অভিনেতা। বান্ধবীর সঙ্গে সুশান্তর মনোমালিন্যও হয়েছিল বলে জানা গেছে। কথা বলা বন্ধ করে দেন বান্ধবী। সুশান্তর ফোনও তিনি ধরছিলেন না। লকডাউনের সময় থেকে একসঙ্গে থাকতেন তাঁরা। আত্মহত্যার আগের দিন রিয়া নিজের বাড়ি ফিরে যান। মৃত্যুর আগে গভীর রাতে বন্ধু মহেশ শেট্টিকে ফোন করেছিলেন সুশান্ত। তিনিও ফোন ধরেননি। মহেশ, সুশান্ত ও তাঁর বান্ধবী, দুজনেরই ঘনিষ্ঠ ছিলেন। ঘটনার দিন সুশান্তকে ফোন করেন মহেশ। কিন্তু সুশান্ত ফোন ধরেননি। এরপর বাড়ির পরিচারককে ফোন করেন তিনি। মুম্বই পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখে জানা গিয়েছে, অভিনেতার বড়সড় কোনও আর্থিক ক্ষতি হয়নি। কোনওভাবে মাদকাসক্ত ও ছিলেন না। আরও পড়ুন, সুশান্ত সিং রাজপুতকে শেষ দেখা দেখতে এলেন বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে মুম্বই পুলিশ

বন্ধু মহেশের সঙ্গেই তিনি শেষ কথা বলেছিলেন। তাঁর ঘনিষ্ট ও বন্ধুবান্ধবরা গভীরভাবে শোকাহত। সংবাদমাধ্যমকে তারা বিরত থাকতেই অনুরোধ করেন। তাঁর মৃত্যুতে শোকাহত ক্রীড়া জগৎ থেকে বলিউড। তাঁকে শেষবারের মতো দেখতে এসেছিলেন তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।