অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় (Sushant Singh Rajput Demise) শোকবিহ্বল বলিউড। ৩৪ বছর বয়সী সুশান্ত রবিবার নিজের আবাসনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গত কয়েকমাস ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন, তার জন্য চলছিল চিকিৎসা, খাচ্ছিলেন ওষুধও। অভিনেত্রী এবং মডেল রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তাদের একাধিক ইনস্টাগ্রাম পোস্ট থেকেই তা স্পষ্ট। যদিও, তাদের সম্পর্ক নিয়ে কোনও সিলমোহর দেননি কেউই।
সুশান্তের দেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। গলায় ফাঁস দিয়েই আত্মহত্যা বলে জানানো হয়। আজ তাঁর শেষকৃত্য করতে উপস্থিত হয়েছে পরিবার। তাঁকে শেষবারের মতো দেখতে এসেছিলেন তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী। News18-র খবর অনুযায়ী, পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে। খবরে আরও জানা গেছে, রিয়া লকডাউনে সুশান্তের সঙ্গেই থাকছিলেন। আত্মহত্যা করার আগের দিনই নিজের বাড়িতে ফিরে আসেন রিয়া। কেন সুশান্ত আত্মহত্যার পথ বেছে নিলেন তার উত্তর খুঁজতে তদন্ত চালাচ্ছে পুলিশ, তাই এই জিজ্ঞাসাবাদ। আরও পড়ুন,সুশান্ত সিং রাজপুতের মৃতদেহের ছবি 'ডিলিট' করার অনুরোধ মহারাষ্ট্র সাইবার সেলের, নাহলে নেওয়া হবে আইনি ব্যবস্থা
Mumbai: Actor and #SushantSinghRajput's friend Rhea Chakraborty visited Cooper Hospital, where his body has been kept, earlier today. She will be questioned by the Police in connection with the case. pic.twitter.com/SxE4jturor
— ANI (@ANI) June 15, 2020
অন্যদিকে, সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃতদেহের ছবি শেয়ার করলে আইনি ব্যবস্থা নেবে মুম্বই পুলিশ বলে জানায় মহারাষ্ট্র সেল (Maharashtra Cyber Cell)। সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে ছবিটি মুছে দেওয়ার পরামর্শও দেওয়া হয় নেটিজেনদের। রবিবার মুম্বইয়ের বান্দ্রায় (Bandra) নিজের আবাসনেই অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আত্মহত্যার পর তাঁর বাড়ির পরিচারক তাঁকে উদ্ধার করেন। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে। তাঁর মৃতদেহের ছবি কোনওভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়। তারপর ভাইরাল ছবি। সাদা বিছানায় শোয়ানো কালো জামা ও ছাই বক্সার পরা সুশান্তের মৃতদেহের ছবিতে সুস্পষ্ট গলায় ফাঁসের চিহ্ন। শুধু শেয়ার নয় তাঁর ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ করতেও দেখা যায়। পাশাপাশি, বলিউড সেলেবরাও ওই ছবি শেয়ার না করার অনুরোধ জানান।