Shyam Ramsay Passes Away: বলিউডে প্রাপ্তবয়স্ক 'ভূতের রাজা' প্রয়াত, চিরতরে শেষ রামশে ব্রাদার্সের অধ্যায়
শ্যাম রামশে (Photo Credits: Twitter)

মুম্বই, ১৮ সেপ্টেম্বর: Shyam Ramsay Cult Horror Film Director Death: যারা ১৯৮০ ও ৯০- র দশকে বড় হয়েছেন তাঁদের কাছে শ্যাম রামশে (Shyam Ramsay) একটি গুরুত্বপূর্ণ ও একাধারে জনপ্রিয় নাম। কলেজ পালিয়ে লুকিয়ে ১০ টাকার টিকিট কেটে এঁনার ছবি দেখতে যেতেন অনেকেই। জনপ্রিয় ভূতের ছবির রাজা শ্যাম রামশে প্রয়াত (death)। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বুধবার সকালে ৬৭ বছর বয়সে মুম্বইয়ের (Mumbai) এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। রামশে ব্রাদার্স খ্যাত শ্যাম রামশে 'পুরানি হাভেলি' (Puraani Haveli), 'তাহখানা' (Tahkhaana)-র মত কিছু হরর ছবি (Cult Horror) পরিচালনা করেছেন, যা এককালীন বক্স অফিস হিটগুলির মধ্যে অন্যতম।

পিটিআইকে দেওয়া পরিবার সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে আজ সকালে হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আজ তাঁর মৃত্যু হয়। শ্যাম রামশে ছিলেন রামশে ব্রাদার্সদের মধ্যে সপ্তম ভাই। ১৯৭০ থেকে ১৯৮০ র সময়টা তাঁরা হরর ছবিতে রুপোলি পর্দা কাঁপিয়েছে। কম বাজেটে কামকেন্দ্রিক ভূতের ছবি বানানোর জন্য বিখ্যাত তিনি। তাঁর পরিচালনায় মুক্তি পায় দরওয়াজা, বীরানা, দ্য জি হরর শো। আরও পড়ুন, পাসপোর্ট অফিসে রানু- অতীন্দ্র, তবে কি এবার বিদেশের মঞ্চে?

শুধু ভুতুড়ে ছবিই নয়, ছবি থাকত যৌনরসে ভরপুর। এই ছবি দেখতে এত মানুষ ভিড় করতেন যে সিঁড়িতে বসেও তাঁর ছবি দেখেছেন অনেকে। তাঁদের পরিচালিত আরও কিছু ছবি হল- 'দো গজ জমিন কে নীচে', 'দরওয়াজা', 'পুরানা মন্দির', 'সামরি'- র মত ছবি। জি টেলিভিশনে কিছু স্মরণীয় ভূতের শো করে গিয়েছেন। 'খউফ', 'শায়া', 'দস্তক', 'রাত', 'ডর' এর মত ভয়ঙ্কর টেলি এপিসোড গুলি রাতের পর রাত দর্শকের ঘুম কেড়েছে। ভূতের রাজার প্রয়ানে দুঃখপ্রকাশ করেছে রামশে প্রেমীরা।