Aryan Khan: শাহরুখ তনয় আরিয়ানের মুক্তিতে কী বললেন স্বরা, সোনু
Aryan Khan, Swara Bhasker, Sonu Sood (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ অক্টোবর: বৃহস্পতিবার জামিন পেলেন আরিয়ান খান। শাহরুখ (Shah Rukh Khan) তনয়ের সঙ্গে জামিন পান মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চেন্টও। দীর্ঘ কয়েক সপ্তাহ জেলে থাকার পর অবশেষে জামিন পান শাহরুখ তনয়।

আরিয়ান খানের জামিনের পর বিষয়টি নিয়ে মুখ খোলেন স্বরা ভাস্কর এবং সোনু সুদ। আরিয়ানের জামিনে খুশি দুই তারকা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্যুইট করে সোনু সুদ (Sonu Sood) জানান, সময় যখন বিচার করে, তখন কোনও সাক্ষীর প্রয়োজন হয় না। স্বরা ভাস্করও (Swara Bhasker) খুশি প্রকাশ করেন। অবশেষে আরিয়ান জানমিন পেলেন বলে মন্তব্য করেন স্বরা।

আরও পড়ুন:  Aryan Khan Drug Case: বম্বে হাইকোর্টে আরিয়ান মাদক মামলার শুনানি শুরু হতেই বিস্ফোরক দাবি এনসিবির

সোনুর ট্যুইট...

 

স্বরার ট্যুইট...

 

বৃহস্পতিবার দুপুর থেকে ফের শুরু হয় আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদন মামলার শুনানি। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে এএসজি অনিল সিং আজ শুনানির সময় হাজির হন। এনসিবির তরফে দাবি করা হয়, আরিয়ান খান যে এই প্রথম মাদক নিচ্ছেন, তা নয়। এর আগেও আরিয়ান বহুবার মাদকের নেশা করেছেন বলে দাবি করা হয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) তরফে। তবে এনসিবির সওয়াল জবাবারে প্রেক্ষিতে প্রাক্তন আ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগিও একের পর এক যুক্তি খাড়া করেন।