Aryan Khan Drug Case: বম্বে হাইকোর্টে আরিয়ান মাদক মামলার শুনানি শুরু হতেই বিস্ফোরক দাবি এনসিবির
Aryan Khan (Photo Credit: Twitter/ANI)

মুম্বই, ২৮ অক্টোবর: বৃহস্পতিবার দুপুর থেকে ফের শুরু হয় আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদন মামলার শুনানি। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে এএসজি অনিল সিং আজ শুনানির সময় হাজির হন। এনসিবির তরফে দাবি করা হয়, আরিয়ান খান যে এই প্রথম মাদক নিচ্ছেন, তা নয়। এর আগেও আরিয়ান বহুবার মাদকের নেশা করেছেন বলে দাবি করা হয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) তরফে।

পাশাপাশি আরিয়ানের হোয়াটস অ্যাপ চ্যাট থেকে যে তথ্য উঠে আসছে, তা থেকে স্পষ্ট যে চরসের মাধ্যমে সেদিন নেশা করছিলেন তাঁরা। যে পরিমাণ মাদক আরিয়ানদের কাছে ছিল, তা থেকে সামনে আসছে, শুধু ব্য়ক্তিগত ব্যবহারের জন্য আরিয়ান মাদক রাখতেন তা নয়। ব্যবসার জন্যও তিনি মাদক সংগ্রহে রাখতেন বলে হোয়াটস অ্যাপের চ্যাট থেকে উঠে আসছে বলে দাবি করে এনসিবি।

আরও পড়ুন:  Sameer Wankhede: ছত্রপতি শিবাজীর রাজ্যে মহিলাদের মর্যাদাহানি, মহা মুখ্যমন্ত্রীকে চিঠি সমীর ওয়াংখেড়ের স্ত্রীর

এসবের পাশাপাশি এনসিবির আরও দাবি, আরিয়ান খানের সঙ্গে মাদক (Drug) কারবারীদের যোগাযোগ রয়েছে। সবকিছু মিলিয়ে আরিয়ান  খানের জামিন মামলার শুনানি শুরু হতেই, তার তীব্র বিরোধিতা শুরু করা হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে।