আমেরিকায় নৌবাহিনীর (US Navy) প্রধান গাইলেন বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) গান। ভাইরাল ভিডিও দেখে স্মৃতিমেদুর হয়ে পড়লেন শাহরুখ। আমেরিকা নৌবাহিনীর একটি নৈশভোজ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ভারতীয় রাষ্ট্রদূত তরঞ্জিৎ সিং সান্ধু। সেখানেই নাচ, গান, খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে হালকা মেজাজেই চলছিল অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই শাহরুখের গান গাইতে শোনা গেল নৌবাহিনীর অপারেশন বিভাগের প্রধান অফিসার মাইকেল এম গিল্ডেকে।
তরঞ্জিৎ সিং সান্ধুর টুইট দেখে আপ্লুত হয়ে পড়েন শাহরুখ সঙ্গে সঙ্গে তা শেয়ার করে লেখেন, 'ভিডিওটি শেয়ার করার জন্য ধন্যবাদ। খুবই ভাল লাগছে। সেই সুন্দর দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে যখন আমরা এই গানটিতে শ্যুট করছিলাম। আশুতোষ গোয়াড়িকর, রনি স্ক্রিওওয়ালা, এবার রহমানকে অসংখ্য ধন্যবাদ, যাঁদের ছাড়া কোনও কিছুই সম্ভব হতো না।' আরও পড়ুন, মাদক মামলায় বলি অভিনেতা আজাজ খানকে আটক এনসিবির
তরঞ্জিৎ সিং সান্ধু এই ভিডিওটি শেয়ার করে লিখেছিলেন, এই বন্ধুত্বের কোনও বিচ্ছেদ হয় না। এরপরই হাজার হাজার মানুষের দৃষ্টি আকর্ষন করে ভিডিওটি। 'স্বদেশ' সিনেমার এই গানটি ভারতীয়দের মনকে উজ্জীবিত করে। তাও আবার প্রিয় অভিনেতা বলিউড বাদশার অভিনীত গান। লক্ষ লক্ষ শেয়ারে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ২০০৪ সালে গানটি সুর করেছিলেন এআর রহমান। সে সময় থেকে আজও প্রতিটি ভারতীয়কে উদ্বুদ্ধ করে এসেছে এই গানটি।