সড়ক ২-র ট্রেলার (Photo Credits: YouTube)

ইউটিউবে বিশ্বের সবথেকে অপছন্দের ভিডিওগুলির মধ্যে সড়ক ২ ট্রেলার (Sadak 2 Trailer) ঢুকে পড়ল তৃতীয় স্থানে। প্রায় ৯.৪ মিলিয়ন ডিজলাইক পেয়েছে ট্রেলারটি। ইন্ডিয়া টু' ডের ডেটা ইনটেলিজেন্স ইউনিটের রিপোর্ট অনুযায়ী, এর আগে ২০১০ সালে পপস্টার জাস্টিন বিবারের গান 'বেবি' ১১.৬ মিলিয়ন ডিজলাইক পায়। এছাড়াও ইউটিউবের নিজেদের একটি ভিডিওতে ১৮.০২ মিলিয়ন ডিজলাইক পায়, যা এখনও পর্যন্ত সবথেকে বেশি ডিজলাইক পাওয়া ইউটিউব ভিডিও।

১২ অগস্ট ২০২০-তে মুক্তি পায় সড়ক ২-র ট্রেলার। নেটিজেনদের দাবি ছবিটি বলিউডে স্বজনপোষণের একটি জলজ্যান্ত উদাহরণ। সুশান্তের মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণের বিষয়টি অনেক বেশি করে প্রকাশ পায়। একাংশের দাবি সুশান্ত নিজে স্বজনপোষণের শিকার। স্বজনপোষণে বারবার উঠে এসেছে পরিচালক করণ জোহর, মহেশ ভাটের নাম। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী পরিচালক মহেশ ভাটের ঘনিষ্ঠ ছিলেন। তাই রিয়ার পাশাপাশি মহেশ ভাটের নামও উঠে এসেছে অভিযুক্তের তালিকায়। এই দুই নিয়ে মহেশ ভাটের ওপর ক্ষোভ রয়েছে একাংশের। ক্ষোভ এতটাই যে মহেশ ভাট পরিচালিত ছবির ট্রেলারের বিশ্ব রেকর্ড করা ডিজলাইক পড়ল। আরও পড়ুন, 'অভয় ২' ওয়েব সিরিজের দৃশ্যে ফৌজদারি ঘরের বোর্ডে প্রদর্শিত হচ্ছে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ছবি, নিন্দায় সরব নেটদুনিয়া

এর আগে সড়ক ১ ছবিটিতে রয়েছেন তাঁর দুই মেয়ে পুজা ও আলিয়া ভাট, সঞ্জয় দত্ত ও সিদ্ধার্থ রায় কাপুরের দাদা আদিত্য রায় কাপুর। তবে নেটিজেনদের দাবি শুধু স্বজনপোষণই নয়। ছবির গল্প ট্রেলার দেখে যা আন্দাজ পাওয়া গেছে তাও অত্যন্ত পুরোনো। জেক বলা যায় নতুন মোড়কে মুড়িয়ে দর্শককে পুরোনো জিনিসই দেওয়া হচ্ছে। স্বজনপোষণ বিষয় না থাকলেও ছবিটি কতটা গ্রহণযোগ্য হত তা প্রশ্নের!