'অভয় ২' ওয়েব সিরিজের দৃশ্যে ক্রিমিনাল বোর্ডে প্রদর্শিত ক্ষুদিরাম বসুর ছবি (Picture Credits: Twitter)

জি ফাইভের ওয়েব সিরিজ 'অভয় ২' -র (Abhay 2) একটি দৃশ্যে দেখা গেছে ফৌজদারি ঘরের বোর্ডে (Criminal Board) স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর (Freedom fighter Khudiram Bose) ছবি। বাঙালির গর্ব, ঐতিহ্য, ইতিহাস, বীর স্বাধীনতা সংগ্রামীকে হেয় করার অভব্যতা দেখে অবাক নেটিজেনরা। একাধিক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ছবিটি। এরচেয়েও আশ্চর্যজনক ওয়েব সিরিজে যুক্ত রয়েছেন একাধিক বাঙালি। এত বড় একটা ভুল কীকরে সকলের চোখ এড়িয়ে গেল? সোশ্যাল মিডিয়ায় উঠেছে এই প্রশ্নের ঝড়।

ফেসবুকে পাওয়া ছবিটির অংশবিশেষে জি ফাইভে প্রদর্শিত 'অভয় ২' নামক ওয়েব সিরিজটি দ্বিতীয় ভাগে ঠিক কি কারণে একটি ফৌজদারি ঘরের বোর্ডে ক্ষুদিরাম বসুর ছবি প্রদর্শিত হচ্ছে? তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। ইতিমধ্যে জি-কে ক্ষমা চাওয়ার দাবিও করছে নেটিজেনরা। পুলিশের ফৌজদারি ঘরের বোর্ডে অপরাধীদের ছবি প্রদর্শন করা থাকে। সেই অপরাধীর ছবির পাশেই বসানো হয়েছে শহিদ স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ছবি। আরও পড়ুন, বিজেপিতে যোগ দিতে চলেছেন এম এস ধোনি? সোশ্যাল মিডিয়া জুড়ে চরম জল্পনা

'অভয় ২' ওয়েব সিরিজের পরিচালক কেন ঘোষ-যিনি নিজে একজন বাঙালি। কী করেই বা তাঁর চোখ এড়িয়ে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। এই হিন্দি ওয়েব সিরিজটির মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা কুনাল খেমু। ছবিতে রয়েছেন সন্দীপা ধর, রাম কাপুর, চাঙ্কি পাণ্ডে, ইন্দ্রনীল সেনগুপ্ত, বিদিতা বাগ ও অন্যান্য। ১৪ অগস্ট ওটিটি মাধ্যম জি ফাইভে মুক্তি পায় 'অভয় ২'। প্রযোজনা করেছেন বি.পি.সিং। এটি একটি ক্রাইম থ্রিলার। এর আগে জি ফাইভেই ৭ ফেব্রুয়ারী ২০১৯-এ 'অভয় ১' মুক্তি পেয়েছিল।