Rhea Chakraborty (Photo Credits: Instagram)

মুম্বই, ১০ এপ্রিলঃ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput)  মৃত্যু সেই নিয়ে প্রেমিকা রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) হাজতবাস সব মিলিয়ে বড় পর্দা থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে রেখেছিলেন অভিনেত্রী। তবে এবার ছোট পর্দায় ফিরছেন রিয়া। জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো রোডিজ-এ (MTV Roadies) গ্যাং লিডার হয়ে আসছেন নায়িকা।

রিয়ার বলিউড কেরিয়ার খুব সুউজ্জ্বল না হলেও সুশান্তের মৃত্যুর পর বলিউডে তাঁর ভরাডুবি অবস্থা। তাই নায়িকার ছোট পর্দায় কাজ করা নিয়ে ভক্তমহলে উঠেছে নানা গুঞ্জন। বলিউডে কাজ না পাওয়ার দরুনই কি রিয়া বেছে নিয়েছেন ছোট পর্দাকে! এই জাতীয় নানা সমালোচনা চলছে নায়িকাকে কেন্দ্র করে।

রোডিজে গ্যাং লিডার রিয়া...

 

View this post on Instagram

 

A post shared by MTV Roadies (@mtvroadies)

সোমবার প্রকশ্যে এসেছে রোডিজে গ্যাং লিডার হিসাবে রিয়ার নতুন লুক। এমটিভি রোডিজ সিজিন ১৯ (MTV Roadies Season 19) এ গ্যাং লিডার প্রিন্স নরুলা (Prince Narula), গৌতম গুলাটিদের (Gautam Gulati) সঙ্গে যোগ দিচ্ছেন রিয়াও।

সুশান্ত সিংয়ের মৃত্যুর পর রিয়াকে শেষ বলিউডে দেখা গিয়েছেল 'চেহরে' (Chehre) ছবিতে।