মুম্বই, ১৪ এপ্রিল: সাতপাকে বাঁধা পড়ছেন রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাট (Alia Bhatt)। দুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই বসছে বিয়ের আসর। রণবীর কাপুরের পালি হিলের বাস্তুতে বসছে বিয়ের আসর। রণবীর-আলিয়ার বিয়ে উপলক্ষ্যে খাবারেও থাকছে বৈচিত্র।
ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, নিরামিষ এবং আমিষ খাবার, দু ধরনের ব্যবস্থাই থাকছে অতিথিদের জন্য। আলিয়া এবং তাঁর প্রিয় বান্ধবী অনুষ্কা রঞ্জন, দুজনেই ভেগান বার্গারে মজে। ফলে বিয়ের আসরে আলিয়ার জন্য থাকছে ভেগান বার্গারের স্টল। অন্যদিকে রণবীর পছন্দ করেন সুসি। ফলে রণবীরের জন্য সুসির স্টলও থাকছে বিয়ের আসরে।
এসবের পাশাপাশি নিরামিষ খাবারের মধ্যে পনীর টিক্কা, ডাল মাখানি, সাদা ভাত এবং চাপাটি থাকছে। অন্যদিকে আমিষের মধ্যে থাকছে চিকেন, মাটন এবং হরেক তন্দুরি খাবারদাবার। রণবীর, আলিয়ার বিয়েতে দিল্লি থেকে বিশেষ রাঁধুনি নিয়ে আসা হয়েছে বলেও জানা যাচ্ছে।