রাজীব কাপুর (Photo credit: Instagram)

২০২০-তে চলে গেছেন ঋষি কাপুর। একুশের শুরুতে বিদায় নিলেন রাজ কাপুরের ছোট পুত্র রাজীব কাপুরও (Rajiv Kapoor Dies)। অভিনেত্রী নীতু কাপুর রেস্ট ইন পিস রাজীব কাপুর লিখতেই খবরের নিশ্চয়তা নিয়ে যাবতীয় প্রশ্নচিহ্ন চলে যায়। হৃদরোগে আক্রান্ত হয়েই রাজীবের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে,  ছোটো ভাইয়ের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পেয়েই তাঁকে নিয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতালে যান করিশ্মা করিনা কাপুরের বাবা রণধীর কাপুর। তবে কর্তব্যরত চিকিৎসকরা তৎক্ষণাৎ রাজীব কাপুরকে মৃত বলে ঘোষণা করেন। টাইমস অফ ইন্ডিয়াকে রণধীর কাপুর বলেন, “আমি আমার ছোট ভাই রাজীবকে হারিয়েছি। সে আর নেই। চিকিৎসকরা সেরাটা দেওয়ার চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।” আরও পড়ুন-WB Assembly Ellections 2021: উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রার সূচনা, বৃহস্পতিবার রাজ্যে আসছেন অমিত শাহ

 

View this post on Instagram

 

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54)

২০২০-র মৃত্যু মিছিল পেরিয়ে সবে ২১-এর জানুয়ারি কেটেছে। যখন ভাবতে শুরু করেছি, যে আগামী নিশ্চয়ই ভাল কাটবে। তখনই ফেব্রুয়ারির বারবেলায় এল রাজীব কাপুরের মৃত্যু সংবাদ। প্রবাদ প্রতিম চলচ্চিত্র ব্যক্তিত্ব রাজ কাপুরের ছোট ছেলে রাজীব কাপুর। ১৯৮৩ সালে এক জান হ্যায় হাম, ছবি দিয়েই বলিউডে অভিনয় কেরিয়ার শুরু করেন রাজীব কাপুর। রাজ কাপুরের পরিচালনায় রাম তেরি গঙ্গা মইলি হো গ্যায়ে ছবিতেও অভিনয় করেছেন রাজীব। মাধুরি দীক্ষিত ও প্রয়াত ঋষি কাপুর জুটিকে নিয়ে প্রথম সিনেমা পরিচালনা করেন রাজীব কাপুর। ছবির নাম ছিল প্রেমগ্রন্থ।