মুম্বই, ১২ অগাস্ট: অন্তঃসত্ত্বা অবস্থায় পুজোর আয়োজন করলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। ঐতিহ্যবাহী পোশাক পরে পুজোর আয়োজন করতে দেখা যায় বেবোকে। করিনা কাপুর খানের একটি ফ্যান পেজের তরফে শেয়ার করা হয় ওই ছবি।
দেখুন...
View this post on Instagram
সম্প্রতি 'প্রেগনেন্সি বাইবেল' নামে একটি বই প্রকাশ করেন করিনা কাপুর খান। ওই বইয়েই উঠে আসে করিনা কাপুর খানের অন্তঃসত্ত্বা জীবনের বিভিন্ন খণ্ডচিত্র। সেখানেই করিনাকে নতুন বাড়িতে গৃহপ্রবেশের পুজোর আয়য়োজন করতে দেখা যায়। করিনার ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: Malaika Arora: ছেলে আরহান বড় হয়েছে, কন্যা সন্তানের মা হতে চান মালাইকা
এদিকে করিনা তাঁর কনিষ্ঠ সন্তানের নাম প্রকাশ করেন। জানা যায়, করিনা, সইফ (Saif Ali Khan), তৈমুরের (Taimur Ali Khan) ভাইয়ের নাম রেখেছেন জেহ আলি খান (Jeh Ali Khan)। যা নিয়েও তুমুল জল্পনা শুরু হয়ে যায় নেটিজেনদের একাংশের মধ্যে।