Malaika Arora: ছেলে আরহান বড় হয়েছে, কন্যা সন্তানের মা হতে চান মালাইকা
মালাইকা অরোরা, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১২ অগাস্ট: কন্যা সন্তান দত্তক নিতে চান মালাইকা অরোরা। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এ বিষয়ে খোলসা করেন বলিউডের এই 'হট গার্ল'।

মালাইকা বলেন, ছোটবেলা থেকে মহিলাদের (Women) মাঝে বড় হয়েছেন। এরপর জীবনে এমন একটি সময় এসেছে, যখন তিনি মহিলাদের তুলনায় পুরুষদের বেশি দেখতেন বাড়িতে। তাই বর্তমানে তাঁর ছেলের পাশাপাশি যদি কন্যা সন্তান (Girl Child) থাকত, তাহলে তিনি তাকে বড় করতে পারতেন বলেও জানান মালাইকা। সেই কারণে এবার মালাইকা কন্যা সন্তান দত্তক নিতে চান বলে জানান।

আরও পড়ুন: Rahul Gandhi: 'কথা বলতে দেওয়া হচ্ছে না বিরোধীদের, গণতন্ত্রের হত্যা', কেন্দ্রের বিরুদ্ধে তোপ রাহুলের

পাশাপাশি কন্যা সন্তান দত্তক নেওয়ার বিষয়ে তিনি ছেলে আরহানের সঙ্গে প্রায়শই আলোচনা করেন। শুধু এ বিষয়ে নয়, আরহানের (Arhaan Khan) সঙ্গে বিভিন্ন জিনিষ নিয়ে তিনি আলোচনা করেন বলে জানান মালাইকা। কবে কন্যা সন্তান দত্তক নেবেন, সে বিষয়ে কিছু খোলসা করে জানাননি অভিনেত্রী। তবে এই মুহূর্তে তিনি কন্যা সন্তান দত্তক নেওয়ার বিষয়ে ভাবছেন না বলেও জানান মালাইকা অরোরা (Malaika Arora)।