রাহুল গান্ধী, ছবি এএনআই

দিল্লি, ১২ অগাস্ট: পেগাসাস (Pegasus) থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, একের পর এক ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা। রাহুল গান্ধীর সঙ্গে গলা মিলিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় আরও ১৫টি বিরোধী দল। সংসদে সাধারণ মানুষের অধিকারকে ভঙ্গ করা হচ্ছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। সেই সঙ্গে ১৫টি বিরোধী রাজনৈতিক দলের প্রধান মুখ হিসেবেও নিজেকে প্রকাশ করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।

রাহুল অভিযোগ করেন, বিরোধীদের (Opposition) দাবি মানা হচ্ছে না সংসদে।  কথা বলতে দেওয়া হচ্ছে না কোনও ইস্যু নিয়ে।  ফলে দেশের ৬০ শতাংশ মানুষের গলার স্বরকে দাবিয়ে রাখা হচ্ছে। সংসদে তাঁদের কোনওভাবে মুখ খুলতে দেওয়া হচ্ছে না।  ফলে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে হাজির হচ্ছেন তাঁরা।  বিরোধীদের কথা বলতে না দেওয়ায়, ওই ঘটনা 'গণতন্ত্রের হত্যা' বলেও তোপ দাগেন রাহুল।

আরও পড়ুন: Tripura: 'ত্রিপুরায় গুন্ডারাজ দিয়ে মানুষের আন্দোলনকে ঠেকানো যাবে না', সরব তৃণমূল

এসবের পাশাপাশি রাহুল গান্ধী সহ ১৫টি বিরোধী দল আরও দাবি করেন, যত তাড়াতাড়ি সম্ভব কৃষি আইনকে প্রত্যাহার করা হোক।