Poonam Pandey: ক্যানসারে মৃত্যুর ভুয়ো খবর, পুনম পান্ডের বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা
Poonam Pandey (Photo Credit: File Photo)

কানপুর, ১২ ফেব্রুয়ারি: জরায়ু মুখের ক্যানসার বা সার্ভিকাল ক্যানসারে (Cervical Cancer) তাঁর মৃত্যু হয়েছে। পুনম পান্ডেকে (Poonam Pandey) নিয়ে সম্প্রতি এমনই মিথ্যে খবর ছড়িয়ে পড়ে হু হু করে। পুনম পান্ডের পি আর টিমের তরফে ওই খবর জানানোর পর তা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে আলোচনা শুরু হয়ে যায়। তবে মৃত্যুর খবর ছড়ানোর পর কয়েক ঘণ্টার মধ্যে লাইভে হাজির হন 'নাশা' অভিনেত্রী। আর সেখানে তিনি দাবি করেন, সার্ভিকাল ক্যানসার নিয়ে সচতনা বৃদ্ধি করতে, তিনি এই কৌশল করেছেন। তিনি বেঁচে রয়েছেন এবং তাঁর মৃত্যুর খবর ভুয়ো বলে জানান পুনম। অভিনেত্রীর ওই লাইভের পর তোলপাড় শুরু হয়ে যায়।

পুনম কেন এই মিথ্যে খবর ছড়ালেন, তা নিয়ে উঠতে শুরু করে একাধিক প্রশ্ন। এবার পুনম পান্ডের বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা দায়ের করল কানপুর পুলিশ। পুনমের পাশাপাশি তাঁর স্বামী স্যাম বম্বের বিরুদ্ধেও মানহানির মামলা দায়ের করা হয় কানপুর পুলিশের তরফে।

আরও পড়ুন: Poonam Pandey Dies: কে পুনম পান্ডে? জানুন বলিউডের বিতর্কিত অভিনেত্রীকে

দেখুন ট্যুইট...

 

কানপুর পুলিশ কমিশনারের তরফে পুনম পান্ডে এবং তাঁর স্বামী  স্যাম বম্বের বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা দায়ের করা হয়।