মুম্বই, ১৫ এপ্রিল: সবে সবে বিয়ে সেরেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট। বিয়ের পর ১৬ কিংবা ১৭ এপ্রিল রণলিয়ার রিসেপশন হতে পারে বলে শোনা যায়। কোলাবার তাজ প্যালেসে নয়, বাস্তুতেই জনপ্রিয় জুটির রিসেপশন হবে বলে শোনা যায়। তবে সেই গুঞ্জনে কার্যত জল ঢেলে দেন নীতু কাপুর।
রণবীর কাপুরের মা নীতু কাপুর জানান, রণলিয়ার বিয়ে হয়ে গিয়েছে। ওঁরা যাতে সুখ, শান্তিতে সংসার করেন, সেই আশা প্রকাশ করেন নীতু। বিয়ের অনুষ্ঠান শেষ। এরপর আর কোনও রিসেপশন হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন বর্ষীয়ান অভিনেত্রী।
আরও পড়ুন: Ranbir Kapoor – Alia Bhatt Wedding: রণবীর-আলিয়ার বিয়ের সত্ত্ব বিক্রি ১১০ কোটিতে? রিপোর্টে জোর গুঞ্জন
১৪ এপ্রিল বিয়ের পর ক্যামেরার সামনে আসেন রণবীর কাপুর, আলিয়া ভাট। পাপারাৎজির সামনেই আলিয়াকে কোলে তুলে নেন রণবীর। যে ভিডিয়ো সামনে আসতেই তা ভাইরাল হয়ে যায়।