সুশান্ত সিং রাজপুত(Photo Credits: Facebook)

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু মামলায় মাদক (Drug) যোগ নিয়ে তদন্ত করতে মামলা দায়ের করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। আজ দিল্লিতে তারা একটি মামলা রুজু করেছে। এনসিবি রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty), তাঁর ভাই শোমিক চক্রবর্তী এবং অন্যান্যদের বিরুদ্ধেও মামলা রুজু করেছে। যার বিরুদ্ধে ইডি একটি মামলা প্রস্তুত করেছিল। রিয়া, শৌমিক, জয়া সাহা (Jaya Saha) ছাড়াও শ্রুতি মোদি এবং গৌরব আর্য, পুনে ভিত্তিক একজন ওষুধ ব্যবসায়ীর ভূমিকা তদন্ত করা হবে।

মঙ্গলবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করা হয় ইডির তরফে। রিয়ার সঙ্গে নিষিদ্ধ মাদক চক্রের যোগ রয়েছে, এমন তথ্য প্রমাণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এসেছে বলে রিপোর্টে প্রকাশ পায়। শুধু তাই নয়, রিয়ার সঙ্গে মাদক চক্রের যোগ নিয়ে যে তথ্য প্রমাণ হাতে এসেছে,তা সিবিআই এবং নারকোটিক্স ব্যুরো কন্ট্রোলকে জানানো হয়েছে বলে দাবি করা হয় ইডির তরফে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডিরেক্টর রকেশ আস্থানাও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় আমরা তদন্তও শুরু করছি।" আরও পড়ুন: Sreelekha Mitra: নেপোটিজমের বিরোধিতা করার জের! বাংলার জনপ্রিয় কমেডি শো-র বিচারকের আসন থেকে বাদ পড়লেন শ্রীলেখা মিত্র

এদিকে, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তরফে রিয়ার হোয়াটস অ্যাপের কথপোকথন ফের প্রকাশ্যে আসে। যেখানে জয়া সাহা নামে এক মহিলার সঙ্গে মাদক সংক্রান্ত বিষয়ে রিয়ার কথপোকথন প্রকাশ করা হয়। জয়া সাহার কাছে প্রাপ্ত হোয়াটসঅ্যাপ বার্তাগুলি স্পষ্ট করে দিয়েছে যে রিয়া এমডিএমএ, গাঁজার মতো ড্রাগ ব্যবহার করেছিলেন। রিয়া চক্রবর্তীর আইনজীবী অবশ্য এক বিবৃতিতে জানিয়েছেন যে তাঁর মক্কেল কখনও মাদক সেবন করেননি এবং এটি প্রমাণ করার জন্য যে কোনও সময় রক্ত ​​পরীক্ষা দিতে প্রস্তুত।