কলকাতা, ২৬ অগাস্ট: মীরাক্কেল (Mirakkel)। জি বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি টেলি-শো। মীরাক্কেল দেখতে দেখতে হাসতে হাসতে পেটে ফেটে যাবেই। বাংলার এই স্ট্যান্ড আপ কমেডি শো-এর বিচারকের আসন থেকে বাদ পড়লেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay) এবং রজতাভ দত্তের (Rajatava Dutta) মাঝেই শ্রীলেখা বসতেন এবং বিচারকের আসনে এঁরা তিনজনই ছিলেন অতি পরিচিত মুখ গত ১০ বছর ধরে। তবে সেই চেনা মুখের জায়গায় আসন্ন সিজনে দেখা যেতে পারে অন্য কোনও টলি সুন্দরীকে। ফেসবুক পোস্টে নিজেই একথা জানিয়েছেন শ্রীলেখা মি ত্র।
শুভঙ্কর চট্টোপাধ্যায় প্রযোজিত-পরিচালিত এবং মীর সঞ্চালিত 'মীরাক্কেল'। কমেডি শো থেকে বাদ পড়ার খবর নিজেই জানান শ্রীলেখা। উল্লেখ করেন নেপোটিজমের কথাও। ফেসবুক পোস্টে কোথাও মীরাক্কেলের কথা উল্লেখ না করলেও 'জনপ্রিয় কমেডি শো' কথাটি উল্লেখ করেছেন তিনি। আর তাতেই স্পষ্ট হয়ে গেছে পুরো বিষয়টি। তিনি আরও লিখেছেন, 'আমার খামতিগুলো আমি মেনে নিচ্ছি। আপনারা যারা আমাকে পছন্দ করেন না। তাঁরা এবার আনন্দে পার্টি করুন।'
সুশান্তের মৃত্যু পর টলি ইন্ডাস্ট্রিতে নেপোটিজম নিয়ে মুখ খুলেছিলেন। বাংলা ইন্ডাস্ট্রিতেও নোপোটিজমের শিকার হয়েছেন শ্রীলেখা। যার জেরেই কী এমন মূল্য চোকাতে হল? সেটারই কিছুটা ইঙ্গিত দিয়েছেন শ্রীলেখা তাঁর আরও একটি পোস্টে। তবে এই লড়াইয়ে তিনি থামবেন না। ইন্ডাস্ট্রির এই বেনিয়মের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন। তবে এখনও অফিসিয়ালিভাবে কোনও কিছু তথ্য দেওয়া হয়নি এই সংক্রান্ত। লোকমুখে এই বিষয়টি শ্রীলেখা জানতে পেরেছেন, যা অভিনেত্রীর আরও একটি খারাপ লাগার বিষয়।
পরবর্তীতে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং রজতাভ দত্তের সঙ্গে বিচারকের আসনে শ্রীলেখার জায়গায় কে বসবেন, সেই সংক্রান্ত কোনও তথ্য এখনও চ্যানেলের তরফে জানানো হয়নি।