মুম্বই, ২৪ সেপ্টেম্বর: বলিউডে যেন তারার মেলা বসে বৃহস্পতিবার রাতে৷ বি টাউনের গার্লস গ্যাঙ যখন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে হাজির হন, সেই সময় তাঁর ঘরে যেন আলো ঝলমলিয়ে ওঠে৷ মণীশ মালহোত্রার সেই পার্টিতে কে ছিলেন না? গৌরী খান থেকে শুরু করে মালাইকা অরোরা, প্রত্যেককে দেখা যায় মণীশের পার্টিতে৷
মণীশ মালহোত্রা (Manish Malhotra) নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলের স্টোরিতে বেশ কিছু ছবি শেয়ার করেন৷ যেখানে গৌরী খান (Gauri Khan), মালাইকা অরোরা (Malaika Arora), অনন্যা পান্ডে, করিশ্মা কাপুর (Karisma Kapoor), অমৃতা অরোরা, মাহিপ কাপুরদের দেখা যায়৷ মণীশের ইনস্টাগ্রামের সেই ছবি প্রাকশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে৷
দেখুন মণীশ মালহোত্রার পার্টিতে কারা হাজির হন...
করিশ্মার সঙ্গে মণীশ মালহোত্রা...
মালাইকার সঙ্গে মণীশ মালহোত্রা...
গৌরী খান, অমৃতা অরোরাদের সঙ্গে মণীশ মালহোত্রা...
তবে করিনা কাপুরকে (Kareena Kapoor Khan) দেখা যায়নি মণীশের গার্স গ্যাঙের পার্টিতে৷ বৃহস্পতিবার রাতে মালদ্বীপ থেকে ফেরেন করিনা৷ ফলে করিশ্মা, মালাইকাদের সঙ্গে তিনি মণীশের পার্টিতে হাজির হতে পারেননি বলে মনে করছে বি টাউন৷