Kangana Ranaut, Sanjay Raut (Photo Credits: File Image)

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের স্বজনপোষণ, মাদক নিয়ে সরব অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি ও মুম্বইয়ের পরিস্থিতি নিয়ে তাঁর কয়েকটি মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কে জড়িয়ে পড়েছেন শিবসেনা সাংসদ নেতা সঞ্জয় রাউতও (Sanjay Raut)। টুইটে বাকযুদ্ধ চলাকালীন কঙ্গনা বলেন, মুম্বই মুভি মাফিয়াদের থেকেও খারাপ মুম্বই পুলিশ, মুম্বই যেন পাক অধিকৃত কাশ্মীর হয়ে উঠেছে।

পাল্টা সঞ্জয় অভিযোগ করেছিলেন, মহারাষ্ট্র ও শিবাজি মহারাজকে অপমান করেছেন কঙ্গনা। অভিনেত্রীকে আক্রমণ করতে গিয়ে তিনি শালীনতার মাত্রাও ছাড়িয়ে যান। শিব সেনা সাংসদ কঙ্গনাকে মুম্বইতে প্রবেশ করতে না করেন এবং তাঁর জন্য 'হারামখোর' শব্দেরও প্রয়োগ করেন। আর এই শব্দ ব্যবহার নিয়েই ফের শুরু হয়েছে নতুন করে বাক যুদ্ধ। বলিউডের বেশ কয়েকজন কঙ্গনার পাশে দাঁড়িয়ে সঞ্জয় রাউতের ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। আজ এই দাবি নিয়ে জিজ্ঞাসা করা হলে সঞ্জয় রাউত বলেন, "যদি ওই মেয়েটি (কঙ্গনা রানাওয়াত) মহারাষ্ট্রের কাছে ক্ষমা চায়, তবে আমি তাহলে ক্ষমা চাওয়ার বিষয়ে চিন্তা করব। সে মুম্বইকে মিনি পাকিস্তান বলে অভিহিত করেছে। আমেদাবাদ সম্পর্কেও কি তাঁর একই কথা বলার সাহস আছে?" আরও পড়ুন: Sushant Singh Rajput Death Case: 'রিয়া চক্রবর্তী গ্রেপ্তারের জন্য প্রস্তুত', জানালেন আইনজীবী

 

পাল্টা কঙ্গনা বলেছেন, "সঞ্জয় রাউত জি, আপনি আমাকে 'হারামখোর' বলেছিলেন। এটি আপনার মানসিকতা ... আমি যদি মুম্বই পুলিশের সমালোচনা করি বা আমি যদি আপনার সমালোচনা করি তবে আপনি বলতে পারবেন না আমি মহারাষ্ট্রকে অপমান করছি। আপনি একা মহারাষ্ট্র নন। আপনার লোক আমাকে হুমকি দিচ্ছে, তবুও আমি ৯ সেপ্টেম্বর মুম্বই আসব।"