Kangana Ranaut slams Taapsee Pannu: কৃষক বিরোধিতায় এবার তাপসী পান্নুকে মা তুলে কটূ্ক্তি কঙ্গনার, ‘কুকুর’ বলতেও ছাড়লেন না
তাপসী পান্নু ও কঙ্গনা রানাউত (Photo Credits: Social Media)

কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের চলমান আন্দোলন সম্পর্কে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) অবস্থান আমাদের সকলেরই জানা। সুযোগ পেলেই আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে আক্রমণ শানাতে কিনি ছাড়ছেন না। কৃষকদের সমর্থনে মুখ খুললেও রেহাই নেই। রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্কে রাহানের পর তাঁর আক্রমণের নিশানায় এবার অভিনেত্রী তাপসী পান্নু। যেসব সেলেবরা কৃষক আন্দোলনের সমর্থনের প্রশ্নে সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁদের বিরুদ্ধে কটাক্ষ করেছেন তাপসী পান্নু। কঙ্গনা রানাউত মুহূর্ত বিলম্ব না করে টুইটে তাপসী পান্নুর সম্মান হানি শুরু করে দিয়েছেন। তাপসীকে ‘বোকার হদ্দ’, ‘তুই’ সম্বোধন করে লিখেছেন, ‘তোর মাকে যদি আমি গালাগাল দিই, জাতীয় স্তরের আলোচনা ক্ষেত্রে অপমান করি, তবে কি তোর বিশ্বাসে আঘাত লাগবে বোকারাম? আমি জানি, তখনও তুই নিজের মায়ের প্রতি ভালবাসাকেই দৃঢ় করার চেষ্টা করবি আর মুখে কিছু বলবি না।’ আরও পড়ুন-New Jersey: ভয়াবহ পথদু্র্ঘটনায় আগুন পুড়ে গিয়েছিলেন, ২ বছর লড়াই শেষে ফের হাসছেন নিউজার্সির এই যুবক

গ্রেটা থুনবার্গ, রিহানার মতো আন্তর্জাতিক ব্যক্তিত্ব যখন কৃষক আন্দোলন নিয়ে মুখ খোলায় কেন্দ্রের মোদি সরকারের টুইট যুদ্ধে নেমেছেন। শচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকরের মতো সেলেবরা আবার এককাঠি এগিয়ে গিয়ে কেন্দ্রের সমর্থনেই খড়গহস্ত হয়েছেন। তখন একেবারে বিপরীতে হেঁটে নজির গড়লেন অভিনেত্রী তাপসী পান্নু। তিনি রিহানার সমর্থনে টুইট করতেই একেহারে কঙ্গনা রানাউতের আক্রমণের মুখে পড়ে গেলেন। তাপসীকে বি গ্রেড বলে আক্রমণ শানালেন কঙ্গনা রানাউত।

রিহানার সমর্থনে এক টুইটে তাপসী লেখেন,  ‘যদি একটা টুইট তোমাদের একতার ভিতকে এ ভাবে নাড়িয়ে দেয়, সামান্য ঠাট্টা বিশ্বাসের গোড়ায় আঘাত করে, একটা ছবি বা অনুষ্ঠান যদি ধর্মবিশ্বাসে আঘাত করে, তবে আমার মতে, এখানে সমস্যাটা তোমার। তোমারই উচিত নিজের নীতিবোধের গোড়াটাকে একটু শক্ত করে নেওয়া। যারা এ সব বলছে, তাদের ভুয়ো প্রচারের পুঁথি পড়ানো নয়’। বিরোধিতা করতে গিয়ে তাপসীকে ‘কুকুর’ বলতেও বাধেনি কঙ্গনার। কৃষক আন্দোলনের সমর্থনে আন্তর্জাতিক তারকাদের নিন্দার মুখে ‘ঐক্যবদ্ধ ভারত’-এর যে ছবি তুলে ধরছে দেশ, তারই সমর্থন করে কঙ্গনা বলেছেন, ‘নিজের দেশ, পরিবার আর বিশ্বাসের জন্য মানুষের সব সময় রুখে দাঁড়ানো উচিত। দেশই আমাদের কর্ম। ধর্মও। তাই এর উপর শুধু বোঝা হয়ে বসে থেকো না। কেন না তা হলে, অন্যের রুটি খেয়ে বেঁচে থাকা পোষ্যের মতোই থেকে যাবে। নতুন কোনও উচ্চতায় পৌঁছতে পারবে না’।