Katrina Kaif: কোথায় বসছে ক্যাটরিনা কাইফ, বিকি কৌশলের রাজকীয় বিয়ের আসর, দেখুন
Katrina Kaif, Vicky Kaushal (Photo Credit: Instagram)

মুম্বই, ৩ নভেম্বর: সামনেই বিয়ে ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশলের।  ডিসেম্বরের ১ থেকে ৭ তারিখ পর্যন্ত ক্যাটরিনা এবং বিকি কৌশলের (Vicky Kaushal) বিয়ের সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হবে।  এমন খবরই মিলছে সূত্রের তরফে।  ক্যাটরিনা এবং বিকির দিনক্ষণ স্থির হলেও, তাঁরা কোথায় গাঁটছড়া বাঁধছেন, সে বিষয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল।

জানা যাচ্ছে, রাজস্থানের মধুপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় গাঁটছড়া বাঁধবেন। রাজস্থানের ওই ফোর্টেই বসবে বলিউডের এই 'পাওয়ার কাপল'-এর বিয়ের আসর। নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার মতোই ক্যাট (Katrina Kaif) এবং বিকিও নিজেদের বিয়ের জন্য দেশকেই বেছে নিয়েছেন। প্রসঙ্গত রাজস্থানের উমেদ ভবনে রাজকীয়ভাবে বসে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাসের (Nick Jonas) বিয়ের আসর। সেই অনুযায়ী, ক্যাটরিনা এবং বিকি কৌশলের বিয়ের আসরও বসবে ভারতেই।

আরও পড়ুন:  Dengue: দেশজুড়ে বাড়ছে ডেঙ্গি, দেশের ৯ রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ দল পাঠাল কেন্দ্রীয় সরকার

বিয়ের পর ক্যাটরিনা এবং বিকির হাতে একের পর এক কাজ রয়েছে। সেই কারণে দেশের বাইরে গিয়ে নয়, ভারতেই বিলাসবহুলভাবে তাঁদের বিয়ের আসর বসতে চলেছে বলে খবর।