Rhea Chakraborty (Photo Credit: Instagram)

মুম্বই, ১০ নভেম্বর:  রিয়া চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিফ্রিজ করা হোক। তাঁর মোবাইল, ল্যাপটপ সহ যে ইলেকট্রনিক্স গেজেট বাজেয়াপ্ত করা হয়েছিল গত বছর, তা সব অভিনেত্রীকে ফেরৎ দেওয়া হোক। এমনই নির্দেশ দেওয়াী হয় বিশেষ এনডিপিএস আদালতের (Court) তরফে।

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর রিয়া চক্রবর্তীকে  (Rhea Chakraborty) গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। রিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে তাঁর ল্যাপটপ, মোবাইল ফোন সহ একাদিক ইলেকট্রনিক্স গেটেজ বাজেয়াপ্ত করা হয়। রিয়া চক্রবর্তীর পাশাপাশি গ্রেফতার করা হয় তাঁর ভাই সৌভিক চক্রবর্তীকেও।

আরও পড়ুন: Poonam Panday: স্বামীর শারীরিক নিগ্রহ, হাসপাতালে ভর্তি পুনমের মাথা, চোখ, মুখে ক্ষত

বেশ কয়েকদিন জেলে কাটানোর পর অবশেষে জামিনে মুক্তি পান রিয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তীরা। জামিনের পর রিয়া কাজও শুরু করেছেন পুরোদমে। জামিনের পর মুক্তি পায় রিয়া চক্রবর্তী অভিনীত রুমি জাফরির ছবি 'চেহরে'। যে ছবি পোস্টারে অমিতাভ বচ্চন, ধৃতিমান চট্টোপাধ্যায়দের সঙ্গে রিয়া চক্রবর্তীকে কেন দেখা গেল না, তা নিয়েও জোরদার জল্পনা শুরু হয়ে যায়। যদিও রিয়া শিগগিরই তাঁর কেরিয়ার নতুন করে গুছিয়ে নেবেন বলে আশা প্রকাশ করেন পরিচালক রুমি জাফরি।