Manoj Bajpayee COVID-19 Positive: করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী, স্থগিত শ্যুটিং
মনোজ বাজপেয়ী (Photo Credits: Twitter)

করোনার গ্রাসে এবার বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। ‘ডেসপ্যাচ’ ছবির শ্যুটিং চলাকালীন করোনায় (COVID-19) আক্রান্ত হলেন তিনি। আপাতত নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি। ছবির পরিচালক কানু বেহেল করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই মনোজের করোনা আক্রান্তের রিপোর্ট পজিটিভ আসে, বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

দিন কয়েক আগেই নিজের আরও একটি নতুন ছবি ‘সাইলেন্স ক্যান ইউ হিয়ার ইট’-এর টিজার মুক্তি পেয়েছে। খুব শীঘ্রই আবার অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত বিখ্যাত ওয়েব সিরিজ 'ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজন। তবে এই মুহূর্তে সব ব্যস্ততা সরিয়ে আইসোলেশনে দিন কাটছে অভিনেতার। আরও পড়ুন, পুরুলিয়ার জয়পুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন খারিজ হাইকোর্টে

আগামী ২ মাসের মধ্যেই ফের শুরু হবে ছবির কাজ। ওষুধের মাধ্যমে চিকিৎসা হচ্ছে অভিনেতার। সম্প্রতি রণবীর কপূর এবং সঞ্জয় লীলা ভন্সালীর করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে।