
মুম্বই, ২১ অক্টোবর: অভিনেত্রী অনন্যা পান্ডেকে (Ananya Panday) সমন পাঠাল এনসিবি। বৃহস্পতিবারই অনন্যাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। যদিও অনন্যা আজ এনসিবি (NCB) দফতরে হাজির হচ্ছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
অনন্যা পান্ডেকে সমনের বিষয়ে আজ মুখ খোলেন এনসিবির ডিডিজি অশোক জৈন। তিনি বলেন, আজ সকালে অনন্যা পান্ডের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। সমনও পাঠানো হয়েছে। এবার নিয়ম মেনে সব কাজ করা হবে। এ বিষয়ে আর কিছু জানাতে তাঁরা পারবেন না বলে জানান গোয়েন্দা সংস্থার আধিকারিক।
বৃহস্পতিবার সকালে শাহরুখ খানের (Shah Rukh Khan) বাড়ি মন্নতে (Mannat) হাজির হয় এনসিবি। 'পেপার ওয়ার্কের' জন্যই এনসিবি শাহরুখের বাড়িতে হাজির হয় বলে জানা যায়। মন্নতে পৌঁছে কয়েক মিনিট সেখানে কাটানোর পর শাহরুখের বাড়ি ছাড়েন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।