মুম্বই, ২ ডিসেম্বরঃ গতকাল ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল' (Animal)। নিজের চেনা চকলেট বয় ইমেজ ছেড়ে একেবারে রুদ্ধশ্বাস অবতারে পর্দায় ধরা দিয়েছেন অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। সেই সঙ্গে জোর টেক্কা দিয়েছেন খল চরিত্রে ববি দেওলও (Bobby Deol)। এই একই দিনে মুক্তি পেয়েছে ভিকি কৌশলের 'শ্যাম বাহাদুর' (Sam Bahadur)। প্রেক্ষাগৃহে মেঘনা গুলজারের ছবি ধোপে টেকেনি সন্দীপের ছবির কাছে। রণবীরের ছবির পাল্লায় ভিকির ছবির ব্যবসার ধরাশায়ী অবস্থা। প্রথম দিনে বক্স অফিসে কত ব্যবসা করল রণবীর-ভিকির ছবি (Animal-Sam Bahadur BO Collection Day 1)? জানুন
আরও পড়ুনঃ পরকীয়ার জালে রণবীর, তৃপ্তির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত ফাঁস, স্ত্রী আলিয়ার চিন্তায় ঘুম উড়ল নেটিজেনের
মুক্তির প্রথম দিনের ব্যবসা যে কোন ছবির বক্স অফিসের নিরিখে ভালো মন্দের মাপকাঠি বিচার করে। রণবীর কাপুর, রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna), ববি দেওল (Bobby Deol), অনীল কাপুর (Anil Kapoor) অভিনীত অ্যানিম্যাল-এর প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ ৬১ কোটি টাকা (Animal Box Office Collection Day 1)।
আরও পড়ুনঃ স্বামীকে বাদ দিয়ে বান্ধবীদের সঙ্গে লন্ডন ভ্রমণে দীপিকা, ছবি দেখে কী প্রতিক্রিয়া রণবীরের?
অন্যদিকে একই দিনে মুক্তি পাওয়া ভিকি কৌশল (Vicky Kaushal), সানায়া মালহোত্রা, ফাতিমা সানা শেখ অভিনীত ছবি 'শ্যাম বাহাদুর' ব্যবসা করেছে মাত্র সাড়ে ৫ কোটি টাকা। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিতে তৈরি হয়েছে মেঘনার ছবিটি। সেই যুদ্ধে শ্যাম মানেকশ ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তারপরেই একটি নতুন দেশ বাংলাদেশের সৃষ্টি হয়। তবে প্রেক্ষাগৃহে অ্যানিম্যাল-এর সঙ্গে প্রতিযোগিতায় শ্যাম বাহাদুরের বক্স অফিস বেজায় প্রভাবিত হয়েছে।