Akshay Kumar (Photo Credits: Twitter)

আবার মানবিক বলিউড। দিল্লির এক তরুণীর চিকিৎসার জন্যে ১৫ লক্ষ টাকা প্রদান করলেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। জানা গিয়েছে, ২৫ বছরের আয়ুশি শর্মার জন্ম হয়েছিল বিকৃত হৃদপিণ্ড নিয়ে। বর্তমানে তাঁর হার্টের ৭৫ শতাংশ কাজ করা বন্ধ করে দিয়েছে। ২৫ শতাংশ সচল রয়েছে। আয়ুশির হার্ট ট্রান্সপ্ল্যান্টের জন্যে ১৫ লক্ষ টাকা দিয়ে তাঁর পরিবারকে সাহায্য করলেন অভিনেতা (Akshay Kumar Donates 15 Lakh)।

আরও পড়ুনঃ  ‘রহস্যময়ীর’ সঙ্গে অক্ষয়-পুত্র আরভ, ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল

মেয়েটির দাদু, যোগেন্দ্র অর্জুন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। তাঁর নাতনির চিকিৎসার জন্যে প্রয়োজন ৫০ লক্ষ টাকা। সেই খবর জানতে পারা মাত্রই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ‘খিলাড়ী। ১৫ লক্ষ টাকা সাহায্যের জন্যে বাড়িয়ে দিয়েছেন (Akshay Kumar Donates 15 Lakh)। এছাড়াও চিকিৎসার জন্যে যদি আরও অর্থের প্রয়োজন হয় তিনি সাহায্য করবেন বলে আশ্বস্ত করেছেন ৮২ বছরের যোগেন্দ্র অর্জুনকে।

এমনিতেও অক্ষয় কুমার (Akshay Kumar) নানা সময়ে নানা মানবিক কাজের পরিচয় দিয়ে থাকেন। নানা সামাজিক কাজ যেমন প্রয়োজনীয়দের শিক্ষা এবং স্বাস্থ্যের খাতে তিনি বহু সময়ে বহু অর্থ দান করে এসেছেন।

উল্লেখ্য, দিন কয়েক আগেই বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) দিল্লির হিট এবং রান (Dilhi Hit and Run Case) কেসে মৃতা অঞ্জলি সিংয়েরর (Anjali Singh) পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাঁর নিয়ন্ত্রাধীন ফাউন্ডেশন অঞ্জলি সিংয়ের পরিবারকে আর্থিক সাহায্য করেছেন। মানবিকতা! দিল্লিতে গাড়ির ধাক্কার বলি মহিলার পরিবারকে আর্থিক সাহায্য শাহরুখের