Arav Bhatia With His Friend (Photo Credit: Instagram)

মুম্বই, ৯ জানুয়ারি: বাবা বলিউডের (Bollywood) মস্ত তারকা হলেও, তাঁকে প্রায় কোনও সময়ই দেখা যায় ক্যামেরার সামনে। অক্ষয়-টুইঙ্কেল পুত্র হয়েও আরভ ভাটিয়া প্রায় সব সময় ক্যামেরা থেকে দূরে থাকেন। ফলে তাঁকে নিয়ে গুঞ্জনের অবকাশ থাকে না বললেই চলে। এবার প্রকাশ্যে এল আরভ ভাটিয়ার (Aarav Bhatia) নয়া ছবি। অক্ষয়-পুত্র আরভ ভাটিয়াকে এবার দেখা গেল বান্ধবীর সঙ্গে পোজ দিতে। ক্যামেরার সামনে প্রকাশ্যে আসে আরভ ভাটিয়ার নয়া ছবি। নেহাতই বন্ধু না বিশেষ কারও সঙ্গে আরভকে দেখা যাচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর গুঞ্জন। যদিও আরভ ভাটিয়াকে এ বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি।

আরও পড়ুন: Christmas 2022: গিটার হাতে খ্রিষ্টমাসের গান ধরলেন অক্ষয় কুমার, শুনুন

 

View this post on Instagram

 

অক্ষয় কুমার (Akshay Kumar) এবং টুইঙ্কেল খান্নার পুত্র হয়েও আরভ ভাটিয়া যে সব সময় ক্যামেরার বাইরেই থাকতে পছন্দ করেন, তা বার বার প্রকাশ্যে এসেছে। তবে এবার আরভের সঙ্গে রহস্যময়ী-কন্যার ভিডিয়ো নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

প্রসঙ্গত নাওমিকা সরণের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 'ফলোয়ারদের' মধ্যে রয়েছেন অক্ষয় পত্নী টুইঙ্কেল খান্নাও।