নয়াদিল্লি: কথায় আছে দানবীররা দান করা অর্থের বিষয়ে কোনও প্রচার করেন না। তাতে নাকি দানের পুণ্য পাওয়া যায় না। অনেকে আবার নিঃশব্দে দান করাই পছন্দ করেন। সেই রাস্তাতেই হেঁটে দিল্লির হিট অ্যান্ড রান (Delhi Hit-and-Run) মামলায় বলি হওয়া (Victim) অঞ্জলি সিংয়ের পরিবারের (Anjali Singh's Family) পাশে দাঁড়ালেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। একজন তারকা হিসেবে নন সাহায্যের হাত বাড়িয়ে দিলেন একজন সহমর্মী মানুষ হিসেবে।
সূত্রের খবর, শাহরুখ খানের নিয়ন্ত্রণাধীন স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশন (SRK's Meer Foundation) দিল্লির হিট অ্যান্ড রান ঘটনায় বলি হওয়া অঞ্জলি সিংয়ের পরিবারকে আর্থিক সাহায্য (Donates) করেছে। কিন্তু, কত টাকা দিয়েছে তা প্রকাশ্যে আনেনি। ওই পরিবারের থাকা অঞ্জলির মা ও অঞ্জলির সন্তানদের ভরণপোষণের জন্য বিশেষভাবে ওই সাহায্য করা হয়েছে।
View this post on Instagram