Mouni Roy (Photo Credit: Instagram)

মুম্বই, ১০ ফেব্রুয়ারি:  বিয়ের পরপরই বেরিয়ে পড়েছেন মধুচন্দ্রিমায়। মধুচন্দ্রিমা উপলক্ষ্যে বরফঘেরা কাশ্মীরে (Kashmir) হাজির মৌনী রায় এবং সূরয নাম্বিয়ার (Suraj Nambiar)। মধুচন্দ্রিমায় গিয়ে কখনও সূরযের সঙ্গে ছবি শেয়ার করছেন মৌনী (Mouni Roy ) আবার কখনও কালো বিনিতে অন্যরূপে হাজির অভিনেত্রী। তবে বিকিনি পরলেও, মৌনীর হাতে শোভা পাচ্ছে শাঁখা, পলা এবং সোনার বালা। ফলে হাতে শাঁখা, পলা, বালার সঙ্গেই বিকিনি পরে মধুচন্দ্রিমায় উত্তাপ ছড়াচ্ছেন বঙ্গ তনয়া। দেখুন সেই ছবি...

 

 

View this post on Instagram

 

সূরয নাম্বিয়ারের সঙ্গে প্রথমে মালয়লি এবং পরে বাঙালি রীতিতে বিয়ে সারেন মৌনী রায়। করোনাকালে পরিবার এবং ঘনিষ্ঠরাই হাজির হন মৌনী এবং সূরযের বিয়ের অনুষ্ঠানে। গোয়ায় একটি পাঁচতারা হোটেলে বসে বাঙালি কন্যার বিয়ের আসর।

আরও পড়ুন:  COVID 19: দেশ জুড়ে ক্রমশ কমছে করোনা সংক্রমণ, পরিস্থিতি নিয়ে আশাবাদী কেন্দ্র

মৌনীর বিয়েতে হাজির হন মন্দিরা বেদী, অর্জুন বিজলানির মতো টেলি জগতের জনপ্রিয় তারকারা।