বলিউড অভিনেতা আসিফ বাসরার ঝুলন্ত দেহ উদ্ধার। বৃহস্পতিবার, হিমাচলপ্রদেশের ধরমশালায় ম্যাকলডগঞ্জের একটি বেসরকারি কমপ্লেক্স থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, ফরেনসিক দল ঘটনাস্থানে রয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

খবরে বলা হয়েছে, অভিনেতা আসিফ বাসরা গত ৫ বছর ধরে ম্যাকলডগঞ্জের একটি ভাড়া বাড়িতে থাকছিলেন। তাঁর সঙ্গে ছিলেন এক বিদেশি বান্ধবীও।

ওয়েব সিরিজ 'পাতাল লোক' ও 'কাই পো চে' ছবিতে অভিনয় করে সুনাম পেয়েছিলেন আসিফ বাসরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন আসিফ ৷ পুলিশের অনুমান এই কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি ৷