Aamir Khan: বিয়ে, বিচ্ছেদ, ভাইকে নিয়ে মুখ খুললেন আমিরের দাদা ফয়জল খান
আমির খান, ফয়জল খান, ছবি ট্যুইটার

মুম্বই, ২৫ অগাস্ট: বিয়ে, বান্ধবী, ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন আমির খানের (Aamir Khan) দাদা ফয়জল খান৷ তিনি বলেন, তাঁর কাছে পর্যাপ্ত অর্থ নেই যে তিনি ফের নতুন করে সংসার পাতবেন কিংবা বান্ধবী তৈরি করবেন৷ আমির খান এবং তাঁর পরিবারকে নিয়ে আগেও মুখ খুলতে দেখা গিয়েছে ফয়জল খানকে৷

বর্তমানে ফ্যাক্টরি নামে একটি ছবির শ্যুটিং করছেন ফয়জল খান (Faissal Khan)৷ যেখানে একজন নাছোড়বান্দা প্রেমিকের ভূমিকায় অভিনয় করছেন তিনি৷ বিয়ে প্রসঙ্গে বলতে গিয়ে ফয়জল জানান, তাঁর এই ছবি যদি বক্স অফিসে সাফল্য পায়, তাহলে মেয়ে খুঁজতে শুরু করবেন আবার৷

আরও পড়ুন:  Taliban: তালিবানের উপর নির্ভর করছে মার্কিন সেনার আফগানিস্তান ছাড়ার পরিকল্পনা, সুর চড়ালেন বাইডেন

এসবের পাশাপাশি আমির খান এবং কিরণ রাওয়ের (Kiran Rao) বিচ্ছেদ নিয়েও প্রশ্ন করা হয় ফয়জল খানকে৷ যার উত্তরে অভিনেতা বলেন, ওঁরা বুঝেশুনেই সিদ্ধান্ত নিয়েছেন৷ কারও ব্যক্তিগত জীবন নিয়ে কোনও ধারনা নেই৷ তাঁর নিজের বিয়েই টেকেনি, তাই অন্যের বিয়ে, বিচ্ছেদ বা সম্পর্ক নিয়ে তিনি কীভাবে কোনও মন্তব্য করেবন বলে প্রশ্ন তোলেন ফয়জল খান৷

প্রসঙ্গত থ্রি ইডিয়টস, পিকে (PK), কিংবা লগন-এর মতো একাধিক ব্লক বাস্টার ছবি আমির খান দর্শকদের উপহার দিলেও, তাঁর দাদা ফয়জলকে হাতে গোনা কয়েকটি মাত্র ছবিতে দেখা যায়৷ তাই বক্স অফিসে সেভাবে সাফল্য পাননি তিনি৷