ওয়াশিংটন, ২৫ অগাস্ট: তালিবান (Taliban) কীভাবে সাহায্য করছে, কতটা সাহায্য করছে, তার উপর নির্ভর করছে আমেরিকান সেনার আফগানিস্তান ছাড়ার পরিকল্পনা৷ আগামী ৩১ অগাস্টের মধ্যে আফগানিস্তানে থাকা মার্কিন সেনার সে দেশ ছাড়ার কথা৷ সে বিষয়েই এবার মুখ খুললেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন৷ তিনি বলেন, তালিবান কীভাবে মার্কিন সেনাকে সাহায্য করছে আফগানদের দেশ ছাড়ার বিষয়ে, তার উপর তাঁদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে৷ প্রসঙ্গত মার্কিন সেনা পুরোপুরি দেশ ছাড়লে তবেই আফগানিস্তানে সরকার গঠন নিয়ে তালিবান পরবর্তী পদক্ষেপ করবে বলে জানা যাচ্ছে৷
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে জো বাইডেন (Joe Biden) বলেন, জি ৭ নেতৃত্ব, ইউরোপীয় ইউনিয়ন (EU),ন্যাটো (NATO) এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে৷ দেশের নাগরিকদের সঙ্গে তালিবান কী ধরনের ব্যবহার করে বা বর্হিবিশ্বের সঙ্গেই বা সম্পর্ক কেমন রাখে, সে সব দিক দেখে ভেবেচিন্তে আফগানিস্তান নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানান মার্কিন রাষ্ট্রপতি৷ মার্কিন যুক্তরাষ্ট্র (US) যদি কোনও কঠিন পদক্ষেপ করে আফগানিস্তানের উপর, তার জন্য দায়ি থাকবে তালিবানের ব্যবহার৷ এভাবেও যেন তালিবানকে ফের একবার সাবধান করেন বাইডেন৷
আরও পড়ুন: Taliban: মৃতদের সঙ্গেও 'যৌন সম্পর্কে' লিপ্ত হয় তালিবান, ভয়ঙ্কর অভিজ্ঞতা প্রকাশ্যে আফগান মহিলার
মার্কিন রাষ্ট্রপতি আরও বলেন, গত ১৪ অগাস্ট থেকে এখনও পর্যন্ত আফগানিস্তান থেকে প্রায় ৭০ হাজার মানুষকে সরিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ কমপক্ষে ৭৫ হাজার মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানান আমেরিকার রাষ্ট্রপতি৷
আফগানিস্তান (Afghanistan) থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জেরে জো বাইডেনকে নিয়ে গোটা বিশ্ব জুড়ে সমালোচনা শুরু হলে, হোয়াইট হাউসে দাঁড়িয়ে তালিবানকে কার্যত হুমকি দিলেন মার্কিন রাষ্ট্রপতি৷ এমনই মনে করছে বিভিন্ন মহল৷