Aamir Khan: প্রাক্তন স্ত্রীকে সঙ্গে নিয়ে কাশ্মীর থেকে ফিরলেন আমির খান, ভাইরাল ভিডিয়ো
ছবি ট্যুইটার

মুম্বই, ১০ অগাস্ট: কাশ্মীর থেকে ফিরলেন আমির খান (Aamkir Khan)। প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে নিয়েই মুম্বই বিমানবন্দরে নামেন আমির। আমির-কিরণের সঙ্গে দেখা যায় ছোট্ট আজাদকেও। ভিরাল ভায়ানির ইনস্টাগ্রাম হ্যান্ডেলের তরফে শেয়ার করা হয় সেই ভিডিয়ো।

পরবর্তী ছবি লাল সিং চাড্ডার (Laal Singh Chaddha) শ্যুটিংয়ের জন্য কাশ্মীরে যান আমির খান, কিরণ রাও। ভূস্বর্গে শ্যুটিং চলাকালীনই সেখান থেকে বিচ্ছেদের খবর শেয়ার করেন আমির খান। যা শুনে বলিউডের (Bollywood) মিস্টার পারফেকশনিস্টের ভক্তদের মন ভেঙে যায়।

 

View this post on Instagram

 

আরও পড়ুন:  Saayoni Ghosh: 'তফাৎ আছে, ছিল, থাকবে', মোদী-মমতার ছবি শেয়ার করে প্রধানমন্ত্রীকে আক্রমণ সায়নীর

তবে আমির খান জানান, কিরণ রাওয়ের সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতোই থাকছে। তাঁরা শুধু নিজেদের সম্পর্কের সমীকরণ পালটেছেন। তবে ছেলে আজাদকে বড় করার ক্ষেত্রে তাঁদের একে অপরের বন্ধু হয়েই থাকবেন বলেও জানান আমির খান।