মুম্বই, ৩০ জুন: সর্দারজি থ্রি (Sardaar Ji 3) নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। সর্দারজি থ্রি-তে কেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে (Pakistani Actress Hania Amir) নেওয়া হয়েছে, তা নিয়ে চলছে বহু বিতর্ক। এসবের মাঝে দিলজিৎ দোসাঞ্জের (Diljit Dosanjh) একটি মন্তব্যকে ঘিরে বিতর্কের মাত্রা যেন আরও দ্বিগুণ হয়ে উঠেছে। দিলজিৎ একটি অনুষ্ঠানে হাজির হয়ে দর্শকের উদ্দেশে চেঁচিয়ে বলতে শুরু করেন, 'যা বিতর্ক হচ্ছে, হতে দিন। হিন্দুস্থান কারও বাপের?' বলিউডের জনপ্রিয় গায়ক, অভিনেতার ওই মন্তব্য শুনে তাঁকে পালটা কটাক্ষ করেন অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya)।
অভিজিৎ বলেন, 'হ্যাঁ হিন্দুস্থান (India) আমাদের বাপের।' দিলজিৎ-এর মন্তব্যের কড়া প্রক্রিয়া দিতে দেখা যায়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে দিলজিৎ দোসাঞ্জের ওই মন্তব্যের পালটা ভিডিয়ো পোস্ট করেন অভিজিৎ ভট্টাচার্য। যা নিয়ে ফের নেটিজেনদের মধ্যে শুরু হয়ে যায়। চর্চা।
দেখুন দিলজিৎ-এর মন্তব্যের প্রক্রিয়া কীভাবে জানালেন অভিজিৎ...
View this post on Instagram
সম্প্রতি সর্দারজি থ্রি নিয়ে গোটা দেশ জুড়ে বিতর্ক শুরু হয়ে। পাক অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে দিলজিৎ যেভাবে স্ক্রিন শেয়ার করেছেন, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। যার জেরে সর্দারজি থ্রি শুধুমাত্র পাকিস্তানে মুক্তি পেয়েছে এখনও পর্যন্ত।
পাকিস্তানের সর্দারজি থ্রি মুক্তি পেতেই, ওই সিনেমা ১২০০ কোটির বেশি ব্যবসা করে বলে রিপোর্টে প্রকাশ। ভারতে মুক্তি না পেলেও, দিলজিৎ এবং পাক অভিনেত্রী হানিয়া আমিরের ছবি পাকিস্তানে যেভাবে ব্যবসা করছে, তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। তার সঙ্গে এবার যুক্ত হল দিলজিৎ-এর আরও একটি বিতর্কিত মন্তব্য। যার পালটা উত্তর হিসেবে কড়া কথাই বলতে শোনা যায় অভিজিৎ ভট্টাচার্যকেও।
প্রসঙ্গত পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) পর বাণী কাপুর এবং পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের সিনেমা ভারত জুড়ে বয়কট করা হয়। ফলে বাণী, ফাওয়াদের সিনেমা যেমন ভারতে মুক্তি পায়নি, তেমনি দিলজিৎ এবং হানিয়া আমিরের সিনেমাকেও বর্জন করেছেন গোটা দেশের মানুষ। আর এরপরই রাগ, ক্ষোভ উগরে দেন দিলজিৎ দোসাঞ্জ।