মুম্বই, ২৩ জুন: পহেলগাম (Pahalgam Terror Attack) হামলার পর পাকিস্তানের (Pakistan) সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক বাতিল করা হয়েছে ভারতের (India) তরফে। পাকিস্তানি অভিনেতাদের কোনও ছবি, পোস্টার বা গান যাতে না থাকে ভারতের কোনও অ্যাপে, সেই নির্দেশ জারি করা হয়েছে। যার জেরে বাণী কাপুর এবং ফাওয়াদ খানের সিনেমা 'আবীর গুলাল' মুক্তি পায়নি। পাক অভিনেতার সঙ্গে বাণী কাপুরের সিনেমা নিয়ে জোর তরজা শুরু হয়েছে. আবীর গুলাল নিয়ে যখন জোর তরজা শুরু হয়, সেই সময় ভারতের কোনও সিনেমাহল মালিকরা এই সিনেমাকে দেখাতে চাননি। যা নিয়ে জোর চর্চা শুরু হয়। আবীর গুলালের পর এবার দিলজিৎ দোসাঞ্জকে (Diljit Dosanjh) নিয়ে শুরু করে বিতর্ক। দিলজিৎ সম্প্রতি স্ক্রিন শেয়ার করেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে। 'সর্দারজি থ্রি'-তে (Sardaar Ji 3) দিলজিৎকে দেখা যায় হানিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে। যে খবর নিয়ে এবার নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে এই অভিনেতাকে।
দিলজিৎ পোস্ট করেন সর্দারজি থ্রি-এর স্ক্রিনশট...
View this post on Instagram
পহেলগাম হামলা থেকে অপারেশন সিঁদূর, কোনও বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি দিলজিৎকে। দেশের প্রতি দিলজিৎ-এর কোনও শ্রদ্ধা বা ভালবাসা কিচ্ছু নেই বলে কটাক্ষ করা হয়। পাশাপাশি দিলজিৎ দোসাঞ্জকে লজ্জাহীন ব্যক্তি বলেও আক্রমণ করেন বহু মানুষ।
আগামী ২৭ জুন দিলজিৎ এবং হানিয়া আমিরের ছবি সর্দারজি থ্রি মুক্তি পাওয়ার কথা। আর আগেই যেভাবে অভিনেতাকে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে, তার জেরে এই ছবির ভবিষ্যত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে।