WHO (Photo Credit: File Photo)

জেনেভা, ১ এপ্রিল:  করোনার (Corona) পর ফের নতুন করে হানা দিতে পারে মহামারী (Pandemic)। করোনার পর জিকা এবং ডেঙ্গি মহামারীর রূপ নিতে পারে নতুন করে। ফলে ফের গোটা বিশ্ব জুড়ে মশা বাহিত এই দুই রোগ দাপিয়ে বেড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।

ডেঙ্গি (Dengue), জিকার (Zika)পাশাপাশি ইয়লো ফিভার, চিকনগুনিয়াও মহামারীর রূপ নিয়ে গোটা বিশ্ব ধরে দাপিয়ে বেড়াতে পারে বলে হু-এর তরফে আশঙ্কা প্রকাশ করা হয়। তবে জিকা এবং ডেঙ্গি কবে থেকে মহামারীর রূপ নিতে পারে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: Narendra Modi: 'আমার কাছে ২০ কেজি আরডিএক্স আছে', প্রধানমন্ত্রীকে 'খুনের' হুমকি ইমেল এনআইএকে

তবে হু-এর তরফে জানানো হয়, এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হতে শুরু করেছেন। ১৩০টি দেশের প্রায় ৩৯০ মিলিয়ন মানুষ ডেঙ্গিতে আক্রান্ত।  ডেঙ্গির পাশাপাশি জিকা ভাইরাসে সংক্রমণের সংখ্যাও বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইয়োলো ফিভারও।