একচুলও জমি ছাড়তে রাজি নন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। গত শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। আর সেই বৈঠকে বসে হারে হারে ট্রাম্প টের পেয়েছিলেন রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানো ঠিক কতটা কঠিন। এই যুদ্ধ যে কূটনৈতিক আলোচনাতে এবং দু’পক্ষের সমঝোতার মাধ্যমে মিটতে পারে তা বুঝেছেন ট্রাম্প। এদিকে পুতিন যে শর্তগুলি দিয়েছেন, সেই নিয়ে আগামী সোমবার জেলেনস্কির সঙ্গে ওয়াশিংটনে বৈঠকে বসতে চলেছেন তিনি। এই বৈঠকে থাকবে ইউরোপিয়ান ইউনিয়নের তার রাষ্ট্রনেতা।

ইউরোপীয় কমিশনের সভাপতি সঙ্গে বৈঠক জেলেনস্কির

এই বৈঠকের আগে রবিবার ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেয়েনের সঙ্গে আলোচনা সারলেন জেলেনস্কি। বৈঠক শেষে রাশিয়ার শর্তের পাল্টা উত্তর এখনও দিয়ে দিবেন তিনি। জেলেনস্কি বলেন, “আমাদের মধ্যে প্রকৃত আলোচনার প্রয়োজন রয়েছে। যার অর্থ তাঁরা এখন সামনের সারীতে এসে কথা বলার দরকার। আর এটাই আলোচনা করার জন্য সেরা মাধ্যম। ইউরোপিয়ানরাও সেটাই মানেন। রাশিয়া এখনও ডোনেটস্ক অঞ্চলে ব্যর্থ। পুতিন ১২ বছর ধরে সেটা দখল করতে চেয়েছে, কিন্তু কখনই তা দখল করতে পারেনি”।

দেখুন ভলোদিমির জেলেনস্কির বক্তব্য

ত্রিপক্ষীয় বৈঠক করতে রাজি জেলেনস্কি

জেলেনস্কি আরও বলেন, “ইউক্রেনের সংবিধান বলছে কোনও অঞ্চল বা বানিজ্যিক জমি ছাড়া যাবে না। যেহেতু আঞ্চলিক সমস্যাটি এত গুরুতর, তাই ত্রিপক্ষীয় বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরজন্য দুই দেশের নেতাদের নিয়ে একটি ত্রিপক্ষীয় ইউক্রেন-মার্কিন যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকে আলোচনা করা উচিত। তবে রাশিয়ার তরফ থেকে এখনও পর্যন্ত কোনও ত্রিপক্ষীয় বৈঠক করার লক্ষণ নেই। আর যনি এই আলোচনা প্রত্যাখান করা হয়, তাহলে নতুন নিষেধাজ্ঞা জারি হতে পারে”।