Chinese FM Wang Yi & Bangladesh  Chief Adviser  Muhammad Yunus (Photo Credit: X)

নয়াদিল্লি: বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনূসের (Chief Adviser  Muhammad Yunus) সঙ্গে চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র (Chinese Foreign Minister Wang Yi) বিশেষ সাক্ষাৎ। বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে তাঁরা বৈঠক করেন। দুই দেশের সম্পর্ক জোরদার, সৌর প্যানেল বিনিয়োগ, ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের উপর গুরুত্ব এবং দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। চিনা সৌর কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় আকারে বিনিয়োগ করতে পারে। চিনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনূসকে ‘চিনা জনগণের পুরনো বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশ পুনর্গঠনে উন্নয়নে চিন বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করায় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

বাংলাদেশকে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৪২ হাজার কোটি ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। আগামীকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ড. ইউনূসের ভাষণ দেওয়ার কথা রয়েছে।