Photo Credit (Twiter)

মে মাসের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নিয়োেগ করতে চায় ওর্য়াল্ড ব্যাঙ্ক। সম্প্রতি বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যলপাশ তাঁর নির্ধারিত চুক্তি থেকে আগাম সরতে চেয়েছেন। তাই পরবর্তী প্রেসিডেন্ট খোঁজার কাজ শুরু করেছে ওর্য়াল্ড ব্যাঙ্কের এক্সিকিউটিভ বোর্ড।

সম্প্রতি আবহাওয়া সংক্রান্ত পরিবর্তন এবং পৃথিবীর পরিবর্তন সংক্রান্ত চাপের মধ্যেই ২৫ সদস্য যুক্ত এই বোর্ড দিনভর প্রেসিডেন্ট নির্বাচনের নিয়মনীতি এবং পদ্ধতি নিয়ে বৈঠক করেছেন। স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে প্রেসিডেন্ট নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন বোর্ডের সদস্যরা। প্রত্যেকটি দেশ থেকে নির্বাচনে প্রতিনিধিত্ব করার কথা জানানো হয়েছে।

ওয়ার্ল্ড ব্যাঙ্কের তরফে এই পদের জন্য বিশেষ কিছু নিয়মনীতি বেঁধে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহাতিসকভাবে এই পদের কে বসবে তা নির্ধারন করত। কিন্তু বর্তমানে বেশ কিছু দেশের আপত্তির জেরে সেই ট্যাডিশন ভাঙতে চলেছে। এর আগে ডেভিড মালপাসকে ওই ব্যাঙ্কের প্রেসিডেন্ট নিয়োগ করেছিলেন পূর্বতন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অক্সফ্যাম  অন্যান্য সিভিল সোসাইটির মতে, ওর্য়াল্ড ব্যাঙ্ককে আরও উন্নত করতে এই পদের জন্য জন্য নমিনেশনের যথাসম্ভব পথ খুলে রাখা হোক। এর পাশাপাশি  এই পদের ক্ষেত্রে মহিলারদের নমিনেশনের ওপর জোর দিয়েছেন অনেকেই। বিগত ৭৭ বছরের ইতিহাসে কোন মহিলা প্রেসিডেন্ট দেখেনি ওর্য়াল্ড ব্যাঙ্ক। তাই অনেকেই মহিলা প্রেসিডেন্টে জন্যও সওয়াল করছেন।