লেক ফ্রিম্যান: জল (water) কম খাওয়ার জন্য অনেকেরই বিভিন্ন রোগ দেখা দেয়। এর জন্য প্রতিদিন প্রয়োজনীয় জল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। না হলে নানা রোগের প্রকোপে মৃত্যু পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেন। কিন্তু, অতিরিক্ত জল খাওয়ার (drinking too much water) জন্য যে কারও মৃত্যু (Death) হতে পারে একথা মনে হয় অনেকেই ধারণা করতে পারবেন না। এবার সেই অভাবনীয় ঘটনাই ঘটল আমেরিকার (USA) লেক ফ্রিম্যান (Lake Freeman) এলাকায়। কম সময়ে অতিরিক্ত জলপানের জেরে মৃত্যু হল দুই মেয়ের মায়ের (Woman)।
আমেরিকার বিখ্যাত সংবাদ সংস্থা নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, ৩৫ বছর বয়সী অ্যাশলে সামারস তাঁর স্বামী ও দুই কন্যাকে নিয়ে লেক ফ্রিম্যান এলাকায় ঘুরতে এসেছিলেন। টুরের শেষ দিন আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। আর বাড়ি ফেরার পর গাড়ির গ্য়ারাজেই মৃত্যু হয় তাঁর।
এপ্রসঙ্গে মৃতার ভাই ডেভন মিলার জানান, একজনের থেকে শুনলাম মাত্র ২০ মিনিটের মধ্যে ও চার বোতল জল খেয়েছিল। মানে আমি বলতে চাইছি, সাধারণত একটি জলের বোতল ১৬ আউন্সের হয়। তার অর্থ আমার বোন ২০ মিনিটের মধ্যে ৬৪ আউন্স জল খেয়ে নিয়েছেন। মানে অর্ধেক গ্যালন জল, যা একজন মানুষ সাধারণত সারাদিনে খেয়ে থাকেন।
মৃতার পরিবার সূত্রে জানা গেছে, টুরের শেষদিনে ওই মহিলার প্রচণ্ড মাথা যন্ত্রণা হতে থাকে। মাথা ঘুরে কয়েকবার পড়ে যাওয়ার মতোও অবস্থা হয় তাঁর। কোনও ভাবে গাড়িতে তুলে বাড়িতে নিয়ে আসা হয়। আর বাড়ির গ্য়ারাজে এসেই অচৈতন্য হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জলের বিষাক্ততার (water toxicity) জন্য ওই মহিলার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। যে বিষয়টি খুবই বিরল বলে জানিয়েছেন তাঁরা। আরও পড়ুন: VIDEO: অবতরণের সময় বিমানের চাকায় আগুন, ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাল ১৯০ জন যাত্রী (দেখুন ভিডিও)
Indiana mom of two collapses and dies from drinking too much water https://t.co/Jf1FPOsezg pic.twitter.com/pQRk1UhYjn
— New York Post (@nypost) August 3, 2023