বম্ব সাইক্লোনে বিধ্বস্ত আমেরিকা যুক্তরাষ্ট্র। খ্রিস্টমাসের খুশিকে ম্লান করে মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে ব্যাপক তুষারপাত। শৈত্যঝড়, তুষারপাত, বোম্ব সাইক্লোন-এই নিয়ে প্রাকৃতিক দুর্যোগে মার্কিন মুলুকে মৃত্য়ের সংখ্যা বেড়ে হল ৩২। বম্ব সাইক্লোন, ব্যাপক তুষারপাতের কবলে পড়েছেন আমেরিকায় অন্তত ৩০ কোটি বাসিন্দা। বড়দিনের এই আলোর রাতে অন্তত দশ লক্ষ ঘরবাড়ি বিদ্যুৎহীন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাজার হাজার উড়ান বাতিল, রাস্তায় গাড়ি চলার উপায় নেই।যোগাযোগ ব্যবস্থা বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
ঘরবন্দি হয়েই মানুষকে বড়দিন পালন করতে হচ্ছে। বিভিন্ন জায়গায় পার্টি করতে বেরিয়ে মানুষ তুষারপাতের কারণে আটকে পড়েছেন। আরও ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আমেরিকা, কানাডার বেশ কিছু জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের ৪৫ ডিগ্রি নিচে নেমে গিয়েছে।
দেখুন ভিডিয়ো
Heavy snowfall leave around a million people without power in Christmas day in the US and Canada pic.twitter.com/V1XRSGJoO2
— TRT World Now (@TRTWorldNow) December 25, 2022
তবে শুধু আমেরিকা নয়, জাপানেও অনেকটা তেমনই ছবি। জাপানের একটা অংশে যেমন কোভিডের ঝড় চলছে, তেমন বেশ কিছু জায়গায় চলছে তুষার ঝড়। ব্যাপক তুষারপাতের ফলে জাপানের মূলত পার্বত্যঞ্চলে ১৪ জন প্রাণ হারিয়েছেন, জখম অন্তত ৫০।
দেখুন ছবিতে
BREAKING: #BNNJapan Reports.
Rough weather and heavy snowfall has hit the northern Japan and Sea of Japan coast, throwing life out of gear. Western cities also saw a record snowfall. #Japan #ClimateAndEnvironment #Environment pic.twitter.com/zkMEHaakP5
— Gurbaksh Singh Chahal (@gchahal) December 24, 2022
জাপানের হোক্কাইডো থেকে কাইসো পর্যন্ত প্রায় পুরোটা অঞ্চল ব্যাপক তুষারপাতের ফলে বরফের তলায়। গত ১৭ অক্টোবর থেকে নিশীথ-সূর্যের দেশে শুরু হয়েছে ব্যাপক তুষারপাত।