গাজায় যুদ্ধবিধ্বস্ত নাগরিকদের সহায়তা প্রদান করতে এবার ইজিপ্টে নামল ওয়ার্ল্ড হেলথ্ অর্গানাইজেশনের সাহায্যকারী প্লেন। ইজিপ্টের আল আরিশ এয়ারপোর্টে শনিবার সাহায্যকারী প্লেনটি অবতরন করে।
ডাব্লিউ এইচ ওর জেনারেল টেড্রস অ্যাডহ্যানম ঘেব্রেইশাস ইজরাইয়েলকে ফোন মারফৎ গাজায় বিপুল পরিমান নাগরিকদের একস্থান থেকে অন্যস্থানে না সরানোর ক্ষেত্রে আবেদন জানিয়েছিলেন।ইজরায়েলের পক্ষ থেকে নাগরিকদের গাজার দক্ষিণপ্রান্তে সরে যাওয়ার আবেদন করা হলে ফোন মারফৎ এই আবেদন ফিরিয়ে নেওয়ার কথা বিবেচনা করতে বলেন তিনি।
নিজের এক্স হ্যান্ডেল থেকে ইজিপ্টের আল আরিশ বিমানবন্দরে সাহায্যকারী উপকরন নিয়ে অবতরনের বিষয়টি জানিয়েছেন তিনি।
এখনও পর্য্ন্ত হামাসের আক্রমনের পাল্টা হিসেবে ইজরায়েলের আক্রমনে ১৯০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৬৯৬ জন।যার মধ্যে শিশু রয়েছে ৬১৪ জন, ৩৭০ জন মহিলা।
যদিও ইজরায়েলের পক্ষ থেকে গাজায় স্থলঅভিযানের পরিকল্পনা চলছে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই এত বিপুল পরিমান মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়ার কথা ঘোষণা করেছে ইজরায়েল কর্তৃপক্ষ।
ইজরায়েলের দাবি সাধারণ বিল্ডিং এবং টানেলের মধ্যে লুকিয়ে রয়েছে হামাসের সদস্যরা।তাই আক্রমনের সময় যাতে সাধারণ মানুষ সমস্যায় না পড়ে সেই উদ্দেশ্যেই খালি করানো হচ্ছে গাজার উত্তরের অংশ।
WHO plane carrying medical supplies for people of Gaza lands in Egypt
Read @ANI Story | https://t.co/Hn3VdYW1SY #WHO #Gaza #Egypt #Israel #Hamas pic.twitter.com/4igcmiVOK9
— ANI Digital (@ani_digital) October 14, 2023