South Korea Plane Crash (Photo Credits: X)

South Korea Plane Crash: রবিবারের সকাল সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্রই দক্ষিণ কোরিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনার চিত্র। মুয়ান বিমানবন্দরে (Muan International Airport) বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৭৯। প্রাণ বেঁচেছে কেবল দুজনের। তাঁর দুজনের বিমানকর্মী। বিমানকর্মী এবং যাত্রী মিলিয়ে মোট ১৮১ জনকে নিয়ে ব্যাংকক থেকে যাত্রা শুরু করেছিল দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের 737-8AS বিমানটি (Jeju Air)। গন্তব্য ছিল দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দর। গন্তব্যে পৌঁছনোর পরেই ঘটল সেই চরম দুর্ঘটনা। অবতারণের সময়ে মুয়ান বিমানবন্দরে ঠিক কী ঘটেছিল? কীভাবে মৃত্যু হল শতাধিক যাত্রীর?

দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম মারফত জানা যাচ্ছে, নির্দিষ্ট সময়ে মুয়ান বিমানবন্দরে পৌঁছয় জেজু এয়ারের বিমানটি। কিন্তু অবতারণের সময়ে চাকা খোলেনি বিমানের। আস্ত বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রানওয়েতে ঘষতে ঘষতে কিছুটা দূর এগিয়ে যায়। এরপরেই সোজা গিয়ে ধাক্কা মারে বিমানবন্দরের দেওয়ালে। মুহূর্তে আগুন জ্বলে ওঠে।

ঘটনার আটকে ওঠা ভিডিয়ো দেখুন

 

বিমানটি ১৭৫ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মী নিয়ে ব্যাংকক থেকে রওনা দিয়েছিল। মুয়ান বিমানবন্দরে দুর্ঘটনার জেরে ১৭৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম। দুর্ঘটনার সময়ে কয়েকজন যাত্রী বিমান থেকে ছিটকে পড়েও যান। বাকি যাত্রী আগুন লাগার পর দগ্ধে মারা গিয়েছেন। কেবল দুজন বিমানকর্মীকে জীবিত উদ্ধার করা গিয়েছে। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর দুর্ঘটনা এটি।