পাকিস্তানের অর্থনীতির বেহাল দশা এখন পুরোপুরি ভেঙে পড়ার পথে। সধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। রমজানের মাসে পাক সরকার তাই দেশের বেশ কিছু জায়গায় বিনামূল্যে গম, ময়দা দিচ্ছে। এরকমই এক বিনামূল্যে আটা-ময়দা বিতরণের জন্য আনা ট্রাক কার্যত লুট হয়ে গেল। সরকারের ট্রাকের গাড়ি দেখে হামলা পড়লেন পেশোয়ারের ক্ষুধার্ত আম জনতা।
যেভাবে আটা, ময়দার বস্তা নিয়ে মানুষদের মধ্য়ে টানাটানি চলছিল, তাতে বড় দুর্ঘটনা ঘটতে পারত। ভিডিয়োতেই পরিষ্কার, সেখানকার মানুষের ক্ষুধার জ্বালায় ঠিক কতটা কষ্টে আছেন। পাকিস্তানে খাদ্য যুদ্ধের ভিডিয়ো ক দিন আগেও ভাইরাল হয়েছিল। আরও পড়ুন-মানব শরীরে পাওয়া গেল বার্ড ফ্লুর সংক্রমণ এইচ৩এন৮, চিনের খবরে আশঙ্কায় বিজ্ঞানীরা
দেখুন ভিডিয়ো
Just no words.
Simply heartbreaking.#Peshawar #Pakistan pic.twitter.com/gOYkS9ERAy
— Yusra Askari (@YusraSAskari) March 27, 2023
গত ৭ মার্চ পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশের মানুষের আর্থিক বেহাল অবস্থার কথা মাথায় রেখে, রমজান মাসে বিমানূল্যে গম, ময়দা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।