Vladimir Putin (Photo Credit: Instagram)

গতবছর ২৪ ফেব্রুয়ারি আচমকাই ইউক্রেনে হামলা করেছিল রাশিয়া। এরপর থেকে চলেই যাচ্ছে সেই রক্তক্ষয়ী যুদ্ধ। যুদ্ধের বর্ষপূর্তি হবে আর কয়েকদিনেই। তবে বিগত এই এক বছরে যুদ্ধের মাঝেই বারবার ভেসে উঠেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শরীর খারাপের খবর। মাঝে অস্ত্রপচারেরও কথা শোনা গিয়েছিল। তবে রুশ প্রশাসনের গোপনীয়তার জাল ভেদ করে আসল সত্যি পুরোপুরি কেউই জানতে পারেনি। এরই মাঝে ফের একবার জল্পনা শুরু হল পুতিনের শারীরিক অসুস্থতা নিয়ে। দাবি করা হচ্ছে, তাঁর শরীরে ফের সংক্রমণ দেখা দিয়েছে বলে খবর মিলেছে। এই বছর মার্চেই তাঁর একটি নয়া চিকিৎসা শুরু হবে বলে দ্য মিররের একটি রিপোর্টে।

বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে তার সাম্প্রতিক বৈঠকের সময়, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, রাশিয়ান রাষ্ট্রপতি তার কাঁপানো পা নিয়ন্ত্রণ করতে পারেননি। এতে তার অসুস্থতা নিয়ে জল্পনা আরও বেড়েছে।

বৈঠকের ভিডিওটি দেখুন: