Viral video: কানাডার (Canada) লেকে সাবান মেখে স্নান (Bath) করছেন। ৫ জনকে দেখা যায়, কানাডার একটি লেকে সাবান মেখে স্নান করতে। বিকিনি পরিহিত ৩ মহিলার সঙ্গে ২ পুরুষকেও দেখা যায় স্নান করতে। যে ভিডিয়ো (Viral Video) দূর কেউ শ্যুট করেন। যা প্রকাশ্যে আসার পর তা নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়ে যায়।
কানাডার লেককে সমুদ্র সৈকতের মত ব্যবহার শুরু করেছেন। আর সেখানেই ভারতীয়রা (Indians) পারিবারিক সৈকত বানিয়ে নিয়েছেন বলে কটাক্ষ করেন অনেকে। শুধু তাই নয়, কানাডাকে ক্রমাগত তৃতীয় বিশ্বে পরিণত করছেন ভারতীয়রা। এমন মন্তব্যও ভেসে আসতে শুরু করে।
কেউ কেউ বলতে শুরু করেন, ভারতীয়রা 'বিরক্তিকর'। তাঁদের দেশে ফেরৎ পাঠানো হোক। সবকিছু মিলিয়ে কানাডার লেকে ভারতীয়দের সাবান মেখে স্নানের ভিডিয়ো নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়ে যায়।
দেখুন ভারতীয়দের নিয়ে কীভাবে কটাক্ষ করা হচ্ছে...
Canada's beaches are turning to baths for foreigners.
Canada's transformation to a 3rd world country happening daily. pic.twitter.com/DPnhy3dlve
— Kirk Lubimov (@KirkLubimov) August 9, 2025
ক্রিক লুবিমভ নামে কানাডার এক নাগরিক ওই ভিডিয়ো পোস্ট করেন। আর সেখানেই কানাডার ব্রাম্পটন লেকে ৫ ভারতীয়র স্নানের ভিডিয়ো প্রকাশ্যে আসে। যা নিয়ে শুরু হয়ে যায় তোলপাড়।
কানাডার সৈকতগুলি বিদেশিদের কাছে স্নানের জায়গা হয়ে যাচ্ছে। কানাডা প্রতিদিন একটু একটু করে তৃতীয় বিশ্বের দেশে পরিণত হচ্ছে বলেও মন্তব্য করতে দেখা যায় বহু মানুষকেষ পাশাপাশি কানাডায় যেভাবে লেকে স্নান করা হচ্ছে, তা সেখানকার জলকে প্রতিদিন দূষিত করে দিচ্ছে বলেও মন্তব্য করেন অনেকে।