Elon Musk, Twitter Employee (Photo Credit: Twitter)

সান ফ্রান্সিসকো, ৩ নভেম্বর: ট্য়ুইটারের (Twitter) মালিকানা বদলেছে। ট্যুইটারের আপাতত নয়া কর্ণধর এলন মাস্ক (Elon Musk)। মার্কিন ধনকুবেরের হাতে ট্য়ুইটারের মালিকানা হস্তান্তরিত হওয়ার পর এবার মাইক্রো ব্লগিং সাইটে একগুচ্ছ পরিবর্তন আনছেন এলন মাস্ক। যার মধ্যে ট্যুইটারের কর্মীদের বাড়িতে বসে কাজের সুযোগ যেমন বন্ধ করছেন মাস্ক, তেমনি ৩ হাজারের বেশি কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করছেন মাস্ক। এসবের মধ্যে এবার ভাইরাল হল এলন মাস্কের অফিসের ছবি। যেখানে ট্য়ুইটারের এক কর্মীকে অফিসের ফ্লোরেই কম্বল জড়িয়ে ঘুমোতে দেখা যাচ্ছে। ট্য়ুইটারের কর্মীর এমন ছবি প্রকাশ্যে আসার পর তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। এলন মাস্কের হাতে ট্য়ুইটারের মালিকানা যাওয়ার পর তিনি কর্মীদের সপ্তাহে ৭ দিন কাজের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে প্রত্যেকদিন ১২ ঘণ্টা করে অফিস করতে হবে বলেও নির্দেশ আসে মাস্কের তরফে।

ট্য়ুইটারে পরিবর্তন আনতে একগুচ্ছ নয়া নির্দেশিকা যখন মাস্ক জারি করছেন, সেই সময় সেখানকার কর্মীদের অফিস ফ্লোরে ঘুমনোর ছবি ভাইরাল হতে শুরু করে।

আরও পড়ুন: Elon Musk: ট্য়ুইটারে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে এলন মাস্ক, বন্ধ করছেন 'ওয়ার্ক ফ্রম হোমও': রিপোর্ট

এদিকে জানা যাচ্ছে, মাস্কের নয়া নির্দেশ না মানলে, যে কোনও সময় যে কোনও কর্মীকে সাকরি থেকে বরখাস্ত করা হবে। ফলে চাকরি যাওয়ার ভয়ে অফিসে থেকে কাজ করতে শুরু করেছেন বহু কর্মী।